গ্রেফতারের ৫৭ দিনের মাথায় গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে ৩৫ পাতার চার্জশিট দিল CBI

গ্রেফতারের ৫৭ দিনের মাথায় গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে ৩৫ পাতার চার্জশিট দিল CBI

কলকাতা: গ্রেফতার হওয়ার  ৫৭ দিনের মাথায় গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই।  শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিটে আসানসোল সিজেএম আদালতে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ 

আরও পড়ুন- মৃত্যুর পরোয়া না করে ১০ জনের প্রাণ বাঁচিয়ে মালবাজারের ‘হিরো’ মানিক

তিনটি সাপ্লিমেন্টারি চার্জশিট মিলিয়ে মোট চারটে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। শুক্রবার অনুব্রতের নামে চার্জশিট জমা দেওয়া হয়। সেখানে মোট ১২ জনের নাম রয়েছে৷ গরু পাচার মামলায় প্রথম চার্জশিট জমা পড়েছিল ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি। এর আগে যে চার্জশিট জমা দেওয়া হয়েছিল, তাতে সরাসরি অনুব্রতর কথা উল্লেখ ছিল না। বলা হয়েছিল, সায়গলের মাধ্যমে এনামুলের কাছ থেকে টাকা আসত। কিন্তু কার হাতে সেই টাকা যেত, তাসে কথা বলা হয়নি৷  কিন্তু, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে বীরভূমের বিভিন্ন জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। অনুব্রত, তাঁর কন্যা সুকন্যা ও ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা। পাশাপাশি একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও করা হয়৷ গোয়েন্দারা জানতে পারেন, গরু পাচারের টাকা এনামুলের কাছ থেকে সায়গলের হাত দিয়ে অনুব্রতর কাছে পৌঁছত৷ সিবিআই চার্জশিটে সেই তথ্য উল্লেখ থাকতে পারে বলে সূত্রের খবর।

গত ১১ অগাস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রতের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দিয়েছিল সিবিআই। এর কিছু সময় পরেই গরু পাচার মামলায় তৃণমূলের এই দাপুটে নেতাকে আটক করা হয়। পরে গ্রেফতার হন কেষ্ট। এর পর থেকে তাঁর একাধিক সম্পত্তির হদিস পেয়েছেন  তদন্তকারীরা। উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷