মৃত BJP কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে তদন্তে CBI, অন্যত্র ক্যাম্পের ভাবনা গোয়েন্দাদের

মৃত BJP কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে তদন্তে CBI, অন্যত্র ক্যাম্পের ভাবনা গোয়েন্দাদের

কলকাতা:  কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে সিবিআই৷  কলকাতা হাই কোর্টের নির্দেশ, ভোট পরবর্তী হিংসায় খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলির তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত করবে সিট৷ সেই নির্দেশ মেনে এই প্রথম বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে তদন্তে সিবিআই৷ 

আরও পড়ুন- তালিবানি কব্জা থেকে অবশেষে ঘরে ফিরলেন নদিয়ার লালবাহাদুর

জানা গিয়েছে অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকারকে নিজাম প্যালেসে যাবেন সিবিআই আধিকারিকরা৷ বেলেঘাটার বাসিন্দা অভিজিৎ সরকারের পরিবারের অভিযোগ, ২ মে তাঁদের বাড়িতে হামলা চালায় তৃণমূল এবং অভিজিৎকে খুন করা হয়৷ হাইকোর্টের নির্দেশের পর সিবিআই-এর চারটি দল গঠন করা হয়েছে৷ সোমবার প্রথম অভিজিৎ সরকারের বাড়িতে তদন্তে যায় সিবিআই গোয়েন্দারা৷ 

বিশ্বজিৎ সরকার জানান, নিজাম প্যালেসে গিয়ে তিনি জানাবেন সেদিন ঠিক কী ঘটেছিল৷ তাঁর হাতে রয়েছে অভিযোগপত্রের কপি৷ এই অভিযোগপত্র কলকাতা পুলিশের কাছে জমা দেওয়া হয়েছিল৷ বিশ্বজিৎকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে বলেও সিবিআই সূত্রের খবর৷ তাঁর বয়ান রেকর্ড করা হবে৷ 

আরও পড়ুন- ঠাঁয় হল না হাসপাতালে, ‘অসুস্থ’ প্রাক্তন মন্ত্রীকে ফিরতে হল লকআপেই

এদিকে, ভোট পরবর্তী সন্ত্রাসের সিবিআই তদন্ত সিজিও কমপ্লেক্স বা নিজাম প্যালেসে নয়, তদন্ত হবে নতুন কোনও জায়গায়৷ প্রাথমিক ভাবে পোর্টট্রাস্টের সঙ্গে কথা হয়েছে৷ পোর্টট্রাস্টের কোনও অফিসেই তৈরি করা হবে ক্যাম্প৷ সেখানেই বসবেন সিবিআই-এর চারটি দলের অফিসার৷ সূত্রের খবর, জায়গায় অভাবেই অন্য কোনও স্থানের খোঁজ চলছে৷ আজই কলকাতায় আসছেন জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার চার অফিসার৷ তাঁরাই থাকছেন তদন্তের দায়িত্বে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + five =