কলকাতা: রাজ্যে ফের তৎপর কেন্দ্রীয় সংস্থা৷ এবার পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় হানা দিল সিবিআই। বুধবার সকালে একাধিক দলে বিভক্ত হয়ে রাজ্যের বিভিন্ন পুরসভায় পৌঁছে যান সিবিআই আধিকারিকেরা। তল্লাশি অভিযান শুরুর আগে সল্টলেকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরেও যায় সিবিআই অফিসারদের একটি দল। সূত্রের খবর, পুরসভায় নিয়োগ দুর্নীতির গোড়ায় পৌঁছতে রাজ্যের বিভিন্ন পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখতেই এই অভিযান।
বুধবার সকাল থেকে হালিশহর, টিটাগড়, নিউ ব্যারাকপুর, শান্তিপুর এবং দক্ষিণ দমদম পুরসভায় হানা দিয়ে নথি সংগ্রহ করেছেন কেন্দ্রীয় আধিকারিকেরা৷ নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হুগলির ব্যবসায়ী অয়ন শীলের হুগলির ফ্ল্যাটেও পৌঁছয় সিবিআইয়ের একটি দল। সকাল ১১টা নাগাদ চুঁচুড়ার জগুদাসপাড়ায় অয়নের ফ্ল্যাটে ঢোকেন তাঁরা। রাজ্যজুড়ে সিবিআই হানা নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “পুরোটাই রাজনীতি চলছে।” পুরসভায় দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চালছে বলেও জানান তিনি।
গত ১৯ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হন অয়ন৷ তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে রাজ্যের একাধিক পুরসভার বিভিন্ন পদে চাকরিপ্রার্থীদের ওএমআর শিট (উত্তরপত্র) উদ্ধার করে ইডি৷ ‘এবিএস ইনফ্রোজোন’ নামে অয়নের সংস্থার মাধ্যমে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ হয়েছে বলেও তদন্তকারী সূত্রে খবর৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>