দশমের পর বাতিল হতে পারে দ্বাদশের বোর্ড পরীক্ষাও, চিন্তাভাবনা CBSE -র

দশমের পর বাতিল হতে পারে দ্বাদশের বোর্ড পরীক্ষাও, চিন্তাভাবনা CBSE -র

 

নয়াদিল্লি:  দশমের পর বাতিল হতে চলেছে সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা৷ জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করার চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ গোটা বিষয়টি পর্যালোচনা করে দেখে সিদ্ধান্ত নেবে সিবিএসই৷ আগামী ২ সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে৷ 

আরও পড়ুন- পিছিয়ে গেল UPSC-র সিভিল সার্ভিস পরীক্ষা! নতুন সূচি ঘোষণা

শিক্ষা মন্ত্রকের এক সিনিয়র আধিকারিক জানান, সম্ভবত দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হবে৷ তিনি বলেন, ‘‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ এবার সিবিএসই পরিস্থিতি বিবেচনা করে দেখবে এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য একটি বিকল্প মূল্যায়নের কথাও ভাবা হবে৷’’   প্রসঙ্গত, ইতিমধ্যেই দশম শ্রেণির বোর্ড বাতিল করেছে সিবিএসই ও আইসিএসই৷ 
 

অপর এক বর্ষীয়ান আধিকারিকের কথায়, প্যান্ডেমিক পরিস্থিতি খুবই উদ্বেগজনক৷ গত বছর যেমন পরিস্থিতি ছিল, এবার তার চেয়েও ভয়ঙ্কর৷ জুন মাসে পরিস্থিতি বিবেচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ তবে বর্তমান পরিস্থিতিতে অবিলম্বে পরীক্ষা নেওয়ার কোনও ভাবেই সম্ভব নয়৷ তবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রক ও সিবিএসই উভয়েই আলোচনা সাপেক্ষে গ্রহণ করবে বলেই জানানো হয়েছে৷ কেউ একক ভাবে এই সিদ্ধান্ত নেবে না৷ তবে বর্তমান পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বিলম্ব পড়ুয়াদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলবে৷ সেই সঙ্গে পড়ুয়াদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সেই দিকটিও খেয়াল রাখা হচ্ছে৷  

প্রসঙ্গত,  ৪ মে থেকে ৭ জুনের মধ্যে সিবিএসই দশম শ্রণির বোর্ড পরীক্ষা নেওয়ার কথা ছিল৷ অন্যদিকে ৪ মে থেকে ১৫ জুনের মধ্যে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়৷ কিন্তু ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে থেকেও পরীক্ষা স্থগিত করার দাবি উঠতে শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + twenty =