আগামী জুনেই শিশুদের কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু

আগামী জুনেই শিশুদের কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু

নয়াদিল্লি: এবার শিশুদের টিকাকরণের প্রস্তুতি শুরু করে দিল ভারত বায়োটেক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় অনুমতি মিললে জুন থেকেই কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হবে শিশুদের ওপর এমনটাই জানাল দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা টিকা কোভ্যাক্সিনের উৎপাদনকারী সংস্থা৷ নতুন মিড স্টেট ট্রায়ালের ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে টিকাটি ৬-১৭ বছর বয়সিদের মধ্যে বেশ কার্যকর। 

ভারত বায়োটেকের প্রধান ডক্টর রাচেস এল্লা হায়দরাবাদে এক ভিডিও বৈঠক করে জানান, ‘গত বছর থেকেই আমরা টিকা উৎপাদনের কাজ করছি৷ এখন আমাদের প্রধান লক্ষ্য হল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা। শুধু তাই নয়, প্রতিদিন একে উন্নততর করতেও আমরা নানা পরীক্ষা নিরীক্ষা করে চলেছি। এবার শিশুদের টিকাকরণের ওপর নজর দিয়েছি। এর মধ্যেই শিশুদের ওপর পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেয়ে গেলে জুনের শেষদিক থেকে শিশুদের ওপর টিকা ট্রায়াল শুরু করার পরিকল্পনা রয়েছে।’ তবে কীভাবে, কতজন শিশুর ওপর এই ট্রায়াল চালানো হবে, তা নিয়ে অবশ্য এখনও কিছু জানায়নি ভারত বায়োটেক। তাদের উদ্যোগ বাস্তবায়িত হলে সম্ভবত কোভ্যাক্সিনই হবে প্রথম করোনা প্রতিষেধক, যা শিশুদের ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে।

ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সংস্থার প্রধান রাচেস এল্লা জানান, ‘আমাদের পরিশ্রম সফল হয়েছে। করোনা সংক্রমণ রুখতে সাহায্য করছে কোভ্যাক্সিন। মানুষের প্রাণ বাঁচছে, এটাই প্রাপ্তি।’ আইসিএমআর এবং ভারত বায়োটেক যৌথভাবে কোভ্যাক্সিন তৈরি করেছে বলেও জানান তিনি৷ সেকেন্ড ও থার্ড ফেজের ক্লিনিকাল ট্রায়াল করা হবে দিল্লির এইমস হাসপাতাল, পাটনা এইমস হাসপাতাল সহ একাধিক জায়গায়। সবচেয়ে ছোট ২ বছর বয়সি শিশুদের ওপরে ক্লিনিকাল ট্রায়াল করা হবে বলে জানিয়েছে কোভ্যাক্সিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেকের বাণিজ্য কর্তা। রাচেস এল্লা আরও বলেন, ‘শিশুদের পাশাপাশি গর্ভবতী ও যে সব মায়েরা স্তন্যপান করাচ্ছেন, তাঁদের জন্য আলাদা ট্রায়াল প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাতে যদি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া না দেখা দেয়, তাহলে সকলকেই টিকা দেওয়া হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =