সুতির ‘ভুয়ো’ শিক্ষক নিয়োগকাণ্ডে নয়া মোড়! শিক্ষা দফতরের কিছু কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত CID-র

সুতির ‘ভুয়ো’ শিক্ষক নিয়োগকাণ্ডে নয়া মোড়! শিক্ষা দফতরের কিছু কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত CID-র

New Developments

কলকাতা: মুর্শিদাবাদের সুতির গোথা স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিস্তর বেনিয়মের অভিযোগ উঠেছে। ওই স্কুলের প্রধান শিক্ষকের ছেলের অবৈধ ভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ৷ কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলায় তদন্তভার গ্রহণ করে সিআইডি। তদন্তে নেমে নথি জাল করে চাকরি পাওয়া ভূগোলের শিক্ষক অনিমেষ তিওয়ারিকে গ্রেফতার করে রাজ্য গোয়েন্দারা। স্কুলের প্রধান শিক্ষক তথা অনিমেষের বাবা আশিস তিওয়ারিকেও গ্রেফতার করে সিআইডি। সোমবার সেই মামলায় কলকাতা হাই কোর্টে প্রগ্রেস রিপোর্ট জমা দিল সিআইডি। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে রিপোর্ট জমা করে গোয়েন্দা বিভাগ। (New Developments)

এই মামলায় তদন্তে নেমে স্কুল শিক্ষা দফতরের বেশ কিছু কর্মী ও আধিকারিকের জড়িত থাকার প্রমাণ পেয়েছে সিআইডি। এই মামলায় স্কুল শিক্ষা দফতরের কয়েকজন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করার ইঙ্গিতও দেওয়া হয়েছে৷ সেই উদ্দেশে স্কুল শিক্ষা দফতরের কাছে অনুমতিও চাওয়া হয়েছে। কলকাতা হাই কোর্টের কাছে সোমবার তেমনটাই জানিয়েছে সিআইডি। স্কুল শিক্ষা দফতর আদালতকে জানিয়েছে, সিবিআইডি-কে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই সিআইডি অনুমতিপত্র পেয়ে যাবে৷ আগামী ২২ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

এই মামলায় পূরবী বিশ্বাস, অঞ্জনা মজুমদার ও নিত্যগোপাল মাঝি নামে তিন জনকে গ্রেফতার করেন গোয়েন্দা আধিকারিকরা।  পূরবী বিশ্বাস একজন অবসরপ্রাপ্ত ডিআই। বাকি দুইজন ক্লার্ক পদে কর্মরত ছিলেন। তদন্তে নেমে জানা যায়, যে সময় অনিমেশ স্কুলে চাকরি পেয়েছিলেন, সেই সময় তাঁরা তিন জনই কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =