বিজেপির পতাকায় ঝুলছে কন্ডোম! ভোটের আগে কুরুচিকর কাণ্ডে জলপাইগুড়িতে হুলস্থূল

বিজেপির পতাকায় ঝুলছে কন্ডোম! ভোটের আগে কুরুচিকর কাণ্ডে জলপাইগুড়িতে হুলস্থূল

জলপাইগুড়ি: আসন্ন পঞ্চায়েত ভোট ঘিরে সরগরম রাজনৈতিক মহলে। জেলায় জেলায় জোরকদমে শুরু হয়েছে প্রচার৷ তবে মনোনয়ন পর্ব থেকেই দফায় দফায় অশান্ত হয়েছে রাজ্য৷ উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি থেকে দক্ষিণবঙ্গের ক্যানিং, ভাঙড়, হিংসার আগুনে পুড়েছে৷ ইতিমধ্যে গিয়েছে প্রাণ। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে তৈরি হল কুরুচিকর পরিবেশ৷ বিজেপি’র পতাকায় কন্ডোম লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ মানতে চায়নি শাসক দল তৃণমূল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জে। কন্ডোম-কাণ্ডে শোরগোল পড়েছে জলপাইগুড়ির রাজগঞ্জে৷ 

বৃহস্পতিবার সকালে বিজেপির দলীয় পতাকার উপর কন্ডোম ঝুলতে দেখেন স্থানীয় কিছু মানুষ।  খবর যায় বিজেপি প্রার্থী অলোকা কুজুরের কাছে।  তিনি এই বিষয়টি দলীয় নেতৃত্বকে জানান। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস। তিনি গোটা বিষয়টি  পুলিশকে জানান৷ পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই পতাকাটি খুলে নিয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে বিরোধী শিবির৷ 

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ১৮/৫১ নম্বর বুথের ডিপো লাইন এলাকায় এই ঘটনাটি ঘটেছে৷  তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনে রাজগঞ্জ থানার অধীনে বেলাকোবা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নারায়ণ বসাকের বক্তব্য,  এই ধরনের কাজ অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের কাজের সঙ্গে তৃণমূল জড়িত নয়। তবে এই ঘটনা নিয়ে চর্চা থামছে না৷ শুক্রবার সকাল থেকেই এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে চায়ের দোকান থেকে পাড়ার মোড়ে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =