কলকাতা: লোকসভায় ফের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কন্ঠরোধের চেষ্টা! উঠল তাঁর মাইক বন্ধ করার অভিযোগ৷ শুক্রবার এক্স হ্যান্ডলে কংগ্রেসের তরফে লোকসভা অধিবেশনের একটি ভিডিয়ো ক্লিপ পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, স্পিকার ওম বিড়লাকে মাইক চালু করার অনুরোধ করছেন রাহুল৷
কংগ্রেসের অভিযোগ, এদিন লোকসভায় নিট দুর্নীতি নিয়ে বলতে উঠেছিলেন রাহুল। সেই সময় জেনেবুঝে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। রাহুল এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার জানান, তিনি মাইক্রোফোন বন্ধ করার কোনও নির্দেশ দেননি। তবে নিটের প্রশ্ন ফাঁস নিয়ে এদিন আর বিতর্কের সুযোগ দেননি তিনি৷ নিটের প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনার দাবিতে বিরোধীদের তীব্র হই-হট্টগোলের জেরে সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা৷