কংগ্রেসের ইতিহাসে লজ্জাজনক অধ্যায়, জোট বেঁধেও ‘শূন্য’ হাত শিবির

কংগ্রেসের ইতিহাসে লজ্জাজনক অধ্যায়, জোট বেঁধেও ‘শূন্য’ হাত শিবির

কলকাতা:  তৃণমূল-বিজেপি’র লড়াইয়ে বাংলায় কার্যত ধূলিস্মাৎ কংগ্রেস৷ এই প্রথম কোনও রাজ্যে নির্বাচনে খাতা খুলতে পারল না দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল৷ বাংলায় নিশ্চিত ভাবেই কংগ্রেসের বুনিয়াদ শক্ত ছিল না৷ কিন্তু এভাবে মুখ থুবড়ে পড়াটা এক কথায় লজ্জার৷ শুধু কংগ্রেস নয়, একুশের লড়াইয়ে নিশ্চিহ্ন বাম শিবির৷ তাদের ঝুলি সম্পূর্ণ ফাঁকা৷ একমাত্র তাদের জোট সঙ্গী আব্বাস সিদ্দিকির আইএসএফ পেয়েছে একটি আসন৷ 

আরও পড়ুন- নন্দীগ্রামের গণনা এখনও শেষ হয়নি! দাবি তৃণমূলের

একুশের ভোটের আগে মহাসমারোহে জোট বেঁধেছিল কংগ্রেস, বাম ও আইএসএফ৷ বহু আলোচনার পর হয়েছিল আসন রফা৷ কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা গেল তাদের ঝুলি কার্যত শূন্য৷ এই হারের পর সিপিএমের পলিটব্যুরো লিখেছেন, ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ৷ মেরুকরণের এই রাজনীতির কারণেই হতাশাজনক ফল হয়েছে সংযুক্ত মোর্চার৷ উল্লেখ্য, ২০১৬ সালেও জোট বেঁধেছিল বাম-কংগ্রেস৷ সেবারও ভরাডুবি হয়েছি৷ এবার তাদের সঙ্গে যোগ দেয় আইএসএফ৷ কিন্তু তাতেও হাল ফিরল না৷ বরং কংগ্রেসের গড় বলে পরিচিত মালদা, মুর্শিদাবাদেও দাগ কাটতে পারল না হাত শিবির৷ এই দুই জেলাতেও  একচেটিয়া আধিপত্য তৃণমূলের৷ ইতিহাসে লেখা হল এমন এক অধ্যায়, যেখানে জোট বেঁধেও একটা আসন জিততে পারল না কংগ্রেস৷   

২০১৯ সালে লোকসভা ভোটের পর বিজেপি’র অন্যতম লক্ষ্য ছিল বাংলা৷ বাকি চার রাজ্যের তুলনায় তারা জোড় দিয়েছিলেন বাংলা জয়েই৷ অন্যদিকে, হারানো জমি ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছিল কংগ্রেস৷ কিন্তু বাংলায় যে গুটি কয়েক আসন ছিল বাম-কংগ্রেসের হাতে, তাও হাতছাড়া৷ অন্যান্য রাজ্যেও বিধ্বস্ত রাহুলের দল৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − six =