কলকাতা: কোপা ফাইনালে নব্বই মিনিট মাঠে কাটাতে পারলেন না আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। খেলার ৬৫ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হল তাঁকে। প্রথমার্ধেই চোট পেয়েছিলেন তিনি। দৌড়তে গিয়ে আবার পুরনো জায়গাতেই চোট পেয়ে মাঠ ছাড়তে হল আর্জেন্টিনার অধিনায়ককে। যদিও মেসির চোট নিয়ে আরেজেন্টিনা শিবির থেকে এখনও কোনও আপডেটআসেনি। তবে চোট গুরুতর বলেই মনে করা হচ্ছে। তিনি নিজেই ঈঙ্গিত দেন, তাঁকে যেন তুলে নেওয়া হয়৷ বরফ পায়ে বেঁধে ডাগ আউটে বসে হাউ হাই করে কাঁদলেন মেসি৷ আগে কেউ কখনও তাঁকে এভাবে কাঁদতে দেখা যায়নি। রিজার্ভ বেঞ্চে বসেই অঝোরে কাঁদেন তিনি। চোখ বেয়ে ক্রমাগত গড়িয়ে পড়ে জল। কোনও মতে দু’হাত চাপা দিয়ে মুখ আড়াল করলেও, নিজেকে সামলাতে পারলেন না। পায়ের গোড়ালি অনেকটাই ফুলে গিয়েছে আর্জেন্টিনার অধিনায়কের৷
কোপা ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি, ডাগ আউটে বসে হাউ হাউ করে কাঁদলেন
কলকাতা: কোপা ফাইনালে নব্বই মিনিট মাঠে কাটাতে পারলেন না আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। খেলার ৬৫ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হল তাঁকে। প্রথমার্ধেই চোট পেয়েছিলেন…