করোনায় ক্ষতিগ্রস্ত হয় পুরুষদের যৌনাঙ্গ, প্রভাব পড়ে যৌন জীবনে, বলছে গবেষণা

করোনায় ক্ষতিগ্রস্ত হয় পুরুষদের যৌনাঙ্গ, প্রভাব পড়ে যৌন জীবনে, বলছে গবেষণা

কলকাতা: বিশ্বজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ৷ দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লক্ষ পার করেছে৷ করোনায় আক্রান্ত হচ্ছে মানুষের শ্বাসতন্ত্র৷ তবে শুধু শ্বাসতন্ত্র নয়, শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গেও মারণ করোনা ভাইরাস আঘাত হানছে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন চিকিৎসকরা৷ সেই আশঙ্কাই যেন সত্যি হল৷ একাধিক গবেষণায় জানা গেল করোনায় আক্রান্ত হচ্ছে পুরুষদের যৌনাঙ্গও৷ ক্ষতিগ্রস্ত হচ্ছে যৌন জীবন৷ 

আরও পড়ুন- টিকা নিয়ে বার্তা, নির্বাচন ইস্যুতে কমিশনকে খোলা প্রস্তাব প্রশান্তের

গবেষকরা জানাচ্ছেন, পুরুষদের শুক্রাশয়ে এমন কিছু উৎসেচক রিসেপ্টর থাকে যা কোভিডের পথকে মসৃণ করে। অন্যদিকে ইটালির এক দল গবেষক জানাচ্ছেন,  কোভিড আক্রান্ত হলে শরীরে ‘সাইটোকাইন ঝড়’ চলে যা সংবহন তন্ত্রের উপর যথেচ্ছ প্রভাব ফেলে। এই বিষয়টি লিঙ্গ শিথিলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকায় পুরুষেদের যৌন জীবনের উপর এর প্রভাব পড়ে বলেই তাঁদের অভিমত৷ 

সম্প্রতি আমেরিকার কিছু গবেষকও একই দাবি করেছেন৷ তাঁদের গবেষণায় দেখা গিয়েছে, কোভিড আক্রান্ত পুরুষ দীর্ঘ দিন লিঙ্গ শিথিলতার সমস্যায় ভুগতে পারেন। এর কারণ হিসেবে তাঁরা বলছেন, কোভিড পুরুষদের যৌন হরমোন টেস্টোস্টেরন উৎপাদনকারী কোষগুলিকে ক্ষতি করে। অনেকক্ষেত্রে দেখা গিয়েছে পুরুষদের স্বাভাবিক টেস্টোস্টেরন উৎপাদন ক্ষমতা কমে গিয়েছে৷ বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় হাইপোগোনাডিজম।  

কোভিডের ফলে শুধু লিঙ্গ শিথিলতাই নয়, হরমোনের ভারসাম্যও নষ্ট হয়৷ হ্রাস পায় শুক্রানুর সংখ্যা৷ কোভিডের ফলে যে মানসিক চাপের সৃষ্টি হয়, তা অত্যন্ত বিপজ্জনক হতে পারে৷ এর ফলে যৌন চাহিদা হ্রাস পায়৷ কোভিড আক্রান্ত হওয়ার পর দীর্ঘ দিন সঙ্গমের ক্ষেত্রে সমস্যায় পড়তে হকে পারে পুরুষদের৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =