কলকাতা: দীর্ঘ আট বছর পর অপেক্ষার অবসান৷ অবশেষে আজ, সোমবার থেকে শরু হচ্ছে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং৷ সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দফতরে কাউন্সেলিং-এর আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, প্রথম দিন ৩০০ জন চাকরিপ্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে৷ সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টো পর্যন্ত চলবে কাউন্সেলিং।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তোলপাড় গোটা রাজ্যে। দুর্নীতির আগুনে মুখ পড়েছে কমিশনেরও। এমতাবস্থায় উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ে নিজেদের সততা প্রমাণে মরিয়া হয়ে উঠেছে কমিশন। কমিশনের কাছে এই কাউন্সেলিং এখন রীতিমতো চ্যালেঞ্জের৷ নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে সতর্ক এসএসএসি। পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ভাবে পরিচালনা করতে তাই একাধিক পদক্ষেপ করা হয়েছে কমিশনের তরফে। কমিশন সূত্রে জানা গিয়েছে, গোটা কাউন্সেলিং প্রক্রিয়াটাই একটি বড় স্ক্রিনে দেখানো হবে। সেই স্ক্রিনে থাকবে বিভিন্ন স্কুলের শূন্য পদের স্ট্যাটাসও।