নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই ভাইরাল হয় নিত্য নতুন ঘটনা৷ সেই কাহিনি যদি বিয়ে বাড়ির সঙ্গে জুড়ে থাকে, তাহলে তো আর কথাই নেই৷ নিমেষে ভাইরাল৷ এবার বর-কনের এক রোম্যান্টিক মুহুর্ত ভাইরাল হল নেটপাড়ায়৷
আরও পড়ুন- গাঁজা খেয়ে শ্রদ্ধার কাটা মাথা পুকুরের জলে ফেলে এসেছিল আফতাব!
ভরা মণ্ডপ৷ বিয়ের পিড়িতে বসে বর-কনে। শাস্ত্র মেনে ধর্মীয় মন্ত্রোচ্চারণে সাড়ম্বরে চলছে বিয়ের রীতিনীতি৷ শাস্ত্র মতে বিয়ে করার পাশাপাশি গুরুজনদের সামনে সহবৎ, সম্ভ্রম বাজায় রেখে চলতে হয় বর-কনেকে। কিন্তু কোথায় কী? তারা তো তখন প্রেমের স্রোতে গা ভাসিয়েছেন৷ আর সেই প্রেমের ভিডিয়োতেই মজলেন নেটিজেনরা৷ এল সমালোচনাও৷ তবে এই ভিডিয়োটি কোথাকার তা জানা যায়নি৷
ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, প্রথা মেনে বর মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছেন হবু স্ত্রীর গলায়। বর যখন মঙ্গলসূত্র পরাতে ব্যস্ত, তখন সকলকে চমকে দিয়ে নববধূ চুমু এঁকে দেন বরের ঠোঁটে। তাতে খানিকটা লজ্জা পেয়ে যান বর৷ তবে হাসিতে ফেটে পড়েন নববধূ। গোটা ঘটনাটাই ধরে পড়ে ক্যামেরায়।
সেই সময় মণ্ডপে উপস্থিত ছিলেন দুই পক্ষেরই অতিথিরা৷ তাঁদের সামনে নতুন বউয়ের এহেন কীর্তি দেখে ভ্যাবাচাকা খোদ বর৷ প্রেমের দুনিয়ায় সাহসিকতার নজির ভুরি ভুরি৷ কিন্তু, বাস্তবে তা করে দেখানোটা কিন্তু মোটেও সহজ কথা নয়৷ কিন্তু, পরিস্থিতি বিবেচনা না করে মনের খেয়ালে কাজ করলে চারপাশের লোকজন কি সবসময় তা মেনে নিতে পারেন!
প্রেমের এই মুহূর্তের সাক্ষী নেটিজেনরা স্বভাবতই দু’ভাগে বিভক্ত৷ বিদেশীরা বিয়ের আসরে আংটি বদলের পর, একে অপরকে সকলের সামনেই চুম্বন করে থাকন, এটাই দস্তুর। কিন্তু, আমাদের দেশে এতটা সাহসিকতাও রেওয়াজ নেই বললেই চলে৷ কেউ কেউ বলছেন, শাস্ত্রীয় মতে বিয়ের আসরে এমন বিদেশী কায়দা বেমানান৷ কারও মত, ভারতীয়রা বিদেশি রং রেঙে উঠছে৷ তাঁদের কাজে বিড়ম্বনায় পড়ছেন পরিবার, আত্মীয়-স্বজনেরা৷ তবে নতুন প্রজন্মের কাছে এটা ভালোবাসারই জয়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>