বাজারে এসে গেল কোভিড টেস্ট কিট

বাজারে এসে গেল কোভিড টেস্ট কিট

মুম্বই: মঙ্গলবার থেকেই আম জনতা বাজার থেকে কোভিড টেস্ট কিট কিনতে পারবেন৷ এই  করোনা টেস্ট কিটটি ওষুধের কোম্পানি সিপলার তৈরি, যা এদিন থেকেই বাজারে মিলবে৷ সিপলা কোম্পানির তরফে এক সপ্তাহ আগেই এই কিট লঞ্চ করার কথা ঘোষণা করা হয়৷ ইউবায়ো বায়োটেকনোলজি সিস্টেম নামে এক সংস্থার সঙ্গে মিলিত উদ্যোগে ভারতে এই কিট তৈরি করছে সিপলা৷ এই টেস্ট কিটটির নাম দেওয়া হয়েছে নাম ভিরাজেন৷ 

এই কিটের মাধ্যমে বাড়িতে বসেই কোভিড পরীক্ষা সম্ভব হবে, যাতে করে করোনা পরীক্ষাগারে কোভিড ১৯ পরীক্ষার চাপ অনেকটাই কমানো যাবে বলে গত সপ্তাহে শেয়ার বাজারে জানিয়েছিল সিপলা৷ করোনার তৃতীয় ঢেউ আসার আগে এই কিট বাজারে নিয়ে এল সিপলা৷ এর আগে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি টেস্ট লঞ্চ করা হয়েছিল৷ কোম্পানির আশা, সংক্রমণে লাগাম দিতে সাহায্য করবে এই কিটটি৷ সিপলার এই কিটটিকে প্রথমবার সবুজ সঙ্কেত দিয়েছিল আইসিএমআর৷ এই কিটে মাল্টিপ্লেক্স  পিসিআর  টেকনোলজির ব্যবহার করা হয়েছে৷ এই কিটে ব্যবহার করে সার্স কোভ ২-র ফলাফল ৯৮.৬ শতাংশ সঠিক আসছে বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে ৷ এই কিট দিয়ে বাড়িতে বসে নিজেরাই করোনা টেস্ট করে ফল হাতে পেয়ে যাবে৷

সিপলার এমডি আর গ্লোবাল সিইও উমঙ্গ বোহরা জানিয়েছেন, ‘কোভিড ১৯ -র বিরুদ্ধে এই লড়াইতে যাতে এই চিকিৎসা পরিষেবা সবচেয়ে বেশি মানুষ পায় তার জন্য পুরো চেষ্টা চলাচ্ছে সিপলা৷ এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা দেশের বেশিরভাগ মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি৷’ উল্লেখ্য, ভারতীয় আয়ুর্বিজ্ঞান অনুসন্ধান পরিষদ অর্থাৎ আইসিআএআর জানিয়েছে, কোভিড ১৯ -র জন্য র্াপিড অ্যান্টিজেন টেস্ট কিটের গুরুত্ব অপরিসীম৷ এই টেস্ট কিটের মাধ্যমে এখন ঘরেই করোনা পরীক্ষা করতে পারবেন মানুষ৷ তবে ভেবেচিন্তে যেন এই টেস্ট ব্যবহার করা হয়৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 19 =