বাংলা থেকে দিল্লিতে সরে গেল গরু পাচার মামলা, কেষ্টর আর্জি মানল না আদালত

বাংলা থেকে দিল্লিতে সরে গেল গরু পাচার মামলা, কেষ্টর আর্জি মানল না আদালত

cow

নয়াদিল্লি: বাংলা থেকে দিল্লিতে সরে গেল গরু পাচার মামলা। বুধবার ইডির নথি খতিয়ে দেখার পর মামলা স্থানান্তরের আবেদন মঞ্জুর করেন আসানসোলের বিশেষ আদালতের বিচারক। ফলে আসানসোলে ফেরার উপায় আপাতত আর রইল না কেষ্টর কাছে৷ আদালতের এই রায়ের পর গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল সহ অন্যদের বিচার এখন থেকে দিল্লির আদালতেই হবে। 

বাংলার মামলা কেন দিল্লিতে সরানো হবে, সেই প্রশ্ন তুলে আদালতে সওয়াল করেছিলেন গরু পাচার মামলায় ধৃত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিনও  ইডির আবেদনের বিরোধিতা করেন তাঁর আইনজীবী। তবে ইডির তরফে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তি আদালতে পেশ করার পরই মামলা স্থানান্তর করার ক্ষেত্রে সবুজ সংকেত দেন আসানসোল বিশেষ আদালতের বিচারক।

বাংলা থেকে দিল্লিতে গরু পাচার মামলা স্থানান্তরের জন্য গত ২৮ জুলাই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আবেদন জানায় ইডি। এর আগেও এই সংক্রান্ত আবেদন জানানো হয়েছিল৷ সেই সময়  দু’দফা আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কেন এই মামলা রাজ্য থেকে দিল্লিতে সরানো হবে, কোন আইনে এই স্থানান্তর করা হবে, কোনও কেন্দ্রীয় সংস্থা চাইলেই কি কোনও মামলা অন্য কোনও রাজ্যে নিয়ে যেতে পারে? ইডির উদ্দেশে একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বিচারক।

তবে এদিন আদালতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ২০০৫ সালের জারি করা একটি নোটিফিকেশন তুলে ধরেন ইডির আইনজীবী। ওই বিজ্ঞপ্তির ৪৪/১ সি ধারায় এক রাজ্যের মামলা অন্য রাজ্যে স্থানান্তরের জন্য ইডিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালতকে জানায়। এরপরই গরু পাচার মামলা দিল্লিতে পাঠানোর নির্দেশ দেন আসানসোল বিশেষ আদালতের বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + fifteen =