আশঙ্কার চেয়ে কিছুটা দুর্বল যশ, বলছে মৌসম ভবন

আশঙ্কার চেয়ে কিছুটা দুর্বল যশ, বলছে মৌসম ভবন

কলকাতা: ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় যশ৷ তবে যতটা আশঙ্কা করা হচ্ছিল, তার চেয়ে কিছুটা শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়৷ হাওয়া অফিস জানাচ্ছে, ল্যান্ডফলের সময় যশের সর্বোচ্চ গতি থাকবে ১৫৫ কিলোমিটার৷ 

আরও পড়ুন- শুরু হয়ে গিয়েছে যশের দাপট, নবান্ন থেকে আপডেট জানালেন মুখ্যমন্ত্রী

আবহাওয়া দফতরে ঘূর্ণিঝড়ের দায়িত্বপ্রাপ্ত সুনীতা দেবী বলেন, ‘‘স্থলভাগের সঙ্গে ইতিমধ্যেই সংযোগ তৈরি হয়ে গিয়েছে৷ যার জেরে দ্রুতগতিতে শক্তি বাড়াতে পারছে না ঘূর্ণিঝড়৷ যশের বাইরের দিকের মেঘ ইতিমধ্যেই স্থলভাগের উপর রয়েছে৷ তার উপর তুলনামূলকভাবে সমুদ্রের উপরেও কম সময় ছিল যশের অবস্থান৷ ফলে যশ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারেনি৷’’ 

মঙ্গলবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, বুধবার পারাদ্বীপ ও সাগরের মাঝে ধামরার উত্তরে এবং বালাসোরের দক্ষিণে স্থলভাগের মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ৷ সেইসময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার হতে পারে। যদিও বুধবার সকালে জানানো হয, স্থলভাগের উপর আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড় যশের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার। তবে তা সর্বোচ্চ ঘণ্টায় ১৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 10 =