ফের পিছল ডিএ মামলার শুনানি, নতুন শুনানির তারিখ জানাল সুপ্রিম কোর্ট

ফের পিছল ডিএ মামলার শুনানি, নতুন শুনানির তারিখ জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি৷ এই নিয়ে পাঁচ বার পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি। শেষ বার ১৫ মার্চ থেকে পিছিয়ে ২১ মার্চ শুনানির দিন ধার্য করা হয়েছিল৷ কিন্তু, মঙ্গলাবারও সুপ্রিম কোর্টে শুনানি হল না৷  শীর্ষ আদালত জানিয়েছে ডিএ সংক্রান্ত মামলার শুনানি হবে আগামী ১১ এপ্রিল৷ 

আরও পড়ুন- দৈনিক সংক্রমণ হাজারের দুয়ারে, লাফিয়ে বাড়ছে সক্রিয়তার হার, উদ্বেগ বাড়াচ্ছে ১৪ জেলা

উল্লেখ্য,গত ৫ ডিসেম্বর ডিএ মামলার প্রথম শুনানির দিন ছিল। তা পিছিয়ে জানুয়ারি মাসে করা হয়৷ প্রথমে ঠিক ছিল ১৪ জানুয়ারি শুনানি হবে। তারপর তা পিছিয়ে হয় ১১ ফেব্রুয়ারি। সেই দিনও শুনানি হয়নি। এর পর ঠিক হয় শুনানি হবে ২১ মার্চ৷  কিন্তু এদিনও স্থগিত হয়ে গেল মহার্ঘ ভাতা মামলার শুনানি। পরবর্তী শুনানি হবে ১১ এপ্রিল৷

ডিএ মামলা থেকে বিচারপতি দীপঙ্কর দত্ত সরে দাঁড়ানোর পর সুপ্রিম কোর্টে ডিএ মামলার বেঞ্চ বদল হয়। মামলা যায় বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে৷ কিন্তু সোমবার এই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি হৃষিকেশ রায়ও৷  ফলে শুনানির জন্য ফের নতুন বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে রাজ্যের ডিএ মামসার শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করা হয়েছে। মঙ্গলবার এই বেঞ্চেই ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ শীর্ষ আদালতের রায়ের অপেক্ষায় বসেছিল শহিদ মিনারের আন্দোলন মঞ্চ। কিন্তু এদিনও শুনানি হল না। ১১ এপ্রিল শুনানি হয় কিনা, এখন সেটাই দেখার৷