কেষ্টর আবেদনে সাড়া দিল না দিল্লি হাই কোর্ট, ধাক্কা কলকাতা হাই কোর্টেও, তবে কি দিল্লি যাওয়া নিশ্চিত?

কেষ্টর আবেদনে সাড়া দিল না দিল্লি হাই কোর্ট, ধাক্কা কলকাতা হাই কোর্টেও, তবে কি দিল্লি যাওয়া নিশ্চিত?

কলকাতা: কলকাতা হাইকোর্টে ধাক্কা অনুব্রত মণ্ডলের। আসানসোল আদালতের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন না বিচারপতি বিবেক চৌধুরী৷ আগামীকাল শনিবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি হবে অনুব্রত মণ্ডলের৷ পাশাপাশি অনুব্রতর আর্জিতে সাড়া দিল না দিল্লি হাই কোর্টও। তাঁর আইনজীবী রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চাইলেও শুক্রবার তা মঞ্জুর করেননি বিচারপতি দীনেশকুমার শর্মা।

আরও পড়ুন- কোন জাদুতে ৪০ নম্বর বদলে গেল ১০-এ? গ্রুপ সি-র OMR শিট প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি

অনুব্রতের তিহাড় যাত্রা রুখতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মার দৃষ্টি আকর্ষণ করেন অনুব্রতের আইনজীবী কপিল সিব্বল। দ্রুত শুনানির আর্জিও জানান তিনি। প্রধান বিচারপতি অনুব্রতর মামলাটি বিচারপতি শর্মার একক বেঞ্চে স্থানান্তরিত করেন। সেখানে দুপুর সাড়ে ১২টা নাগাদ মামলাটি শুনানির জন্য ওঠে। কিন্তু সেই সময় আদালতে উপস্থিত ছিলেন না কেষ্টর আইনজীবী৷  সিব্বলের হয়ে অন্য এক আইনজীবী জানান, রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশ মতো অনুব্রত মণ্ডলকে শুক্রবারই দিল্লি নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ইডি।গত বছর ডিসেম্বরে শুনানির সময় মৌখিক ভাবে বলা হয়েছিল, যেহেতু মামলাটি হাই কোর্টে বিচারাধীন, তাই তাঁকে দিল্লি নিয়ে আসা হবে না। এদিন বিচারপতি শর্মা বলেন, ‘‘এখনই এ নিয়ে কোনও নির্দেশ দেবে না আদালত। বিস্তারিত শুনানির প্রয়োজন৷ তবে অনুব্রতের আইনজীবী সিব্বল উপস্থিত না থাকায় এই মামলার শুনানি ওই সময়ের জন্য স্থগিত করে দেয় দিল্লি হাই কোর্ট।’’ আগামী ১৭ মার্চ পরবর্তী শুনানি বিচারপতি দীনেশ কুমার শর্মার এজলাসে৷ 

গত অগাস্টে সিবিআই গ্রেফতার করেছিল অনুব্রত মণ্ডলকে। সম্প্রতি ইডি তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখায়। এরপরেই তাঁকে রাজধানী নিয়ে যেতে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আর্জি জানায় ইডি। প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়। এরপর কখনও দিল্লি হাইকোর্ট, কখনও দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে গিয়েছেন অনুব্রত। লক্ষ্য একটাই, যেনতেন প্রকারণে দিল্লি যাওয়া আটকানো। তাঁর আইনজীবী প্রশ্ন তুলেছিলেন, কেন আসানসোলের মামলা দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি।