দু’ঘণ্টা জেরা, আবগারি ‘দুর্নীতি’ মামলায় রাতেই গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দু’ঘণ্টা জেরা, আবগারি ‘দুর্নীতি’ মামলায় রাতেই গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

arvind kejriwal

নয়াদিল্লি:  পর পর নয়বার সমন এড়িয়েছিলেন তিনি৷ অবশেষে আবগারি ‘দির্নীতি’ মামলায় ইডির হাতেই গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ বৃহস্পতিলার রাতে তাঁকে গ্রেফতার করা হয়৷ নিয়ে যাওয়া হয় ইডির দফতরে৷ আজ, শুক্রবার পিএমএলএ আদালতে তোলা হবে মুখ্যমন্ত্রীকে। তবে তিনি যে পদ ছাড়বেন না, তা স্পষ্ট৷  জেল থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল, এমনটাই জানানো হয়েছে আম আদমি পার্টির তরফে। তবে একান্তই যদি পদ ছাড়তে হয় তাঁকে, তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? 

দিল্লি হাই কোর্টে ধাক্কা খাওয়ার পরেই বৃহস্পতিহার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে গিয়েছিল ইডি। দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়। এই প্রথম পদে থাকাকালীন দেশের কোনও মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হল। অরবিন্দকে গ্রেফতার করার পরই মুখ্যমন্ত্রীর বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ 

এদিকে, কীভাবে দিল্লির সরকার চলবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যার সদুত্তর আম আদমি পার্টির কাছেও এই মুহূর্তে নেই। তবে কেজরিওয়ালের অবর্তমানে মুখ্যমন্ত্রী পজের জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি নাম উঠে এসেছে। এরমধ্যে রয়েছেন অরবিন্দ-জায়া সুনীতা কেজরিওয়াল, ক্যাবিনেট মন্ত্রী অতিশি ও সৌরভ ভরদ্বাজ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *