হাই কোর্টে মিলল না স্বস্তি, জামিন পেতে ভরসা এখন সুপ্রিম-রায়

নয়াদিল্লি:  মঙ্গলেও মিলল না জামিন৷ আপাতত তিহাড়েই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমে অরবিন্দ কেজরিওয়ালকে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত যে জামিনের নির্দেশ…

kejri ill

নয়াদিল্লি:  মঙ্গলেও মিলল না জামিন৷ আপাতত তিহাড়েই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমে অরবিন্দ কেজরিওয়ালকে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত যে জামিনের নির্দেশ দিয়েছিল, তার উপর স্থগিতাদেশ দিল দিল্লি হাই কোর্ট।

আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা। গত বৃহস্পতিবার আপ সুপ্রিমোর জামিন মঞ্জুর করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত৷ কিন্তু, সেই নির্দশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যায় ইডি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনে সাড়া দিয়ে কেজরির জামিন স্থগিত রাখে দিল্লি হাই কোর্ট।

 

শুক্রবার জরুরি ভিত্তিতে ইডির আবেদন শোনে হাই কোর্ট। তবে শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়৷ মঙ্গলবার বিচারপতি সুধীরকুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার অবকাশকালীন বেঞ্চ বলে, ‘‘হাই কোর্টের রায়ের বিপরীত কোনও নির্দেশ দেওয়া উচিত হয়নি ট্রায়াল কোর্টের৷’’ এই অবস্থায় কেজরিওয়ালের শেষ ভরসা সুপ্রিম কোর্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *