কলকাতা: ২০১৪-র প্রাইমারি ট্রেনিং ও ভ্যাকেন্সি আপডেট করে শিক্ষক নিয়োগ করা হয়েছে৷ ঠিক সে ভাবেই আপার প্রাইমারিতেও ২০১৬ পরবর্তী প্রশিক্ষিত প্রার্থীদেরও ট্রেনিং ও ভ্যাকেন্সি আপডেট করে শিক্ষক পদে নিয়োগ করা হোক৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে তেমনই আবেদন জানালেন নবশিখা সংগঠনের সভাপতি মহাদেব দুলে৷
আরও পড়ুন- প্রতিরক্ষা মন্ত্রকে ৪০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
নবশিখা সংগঠনের সভাপতি বলেন, আমরা নবশিখা সংগঠন আপার প্রাইমারি টেট পাস ২০১৬ পরবর্তী ট্রেন্ড প্রার্থীদের পক্ষ থেকে মাননীয় শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে সম্বর্ধনা জ্ঞাপন ও ডেপুটেশন দিয়েছি। তিনি আরও বলেন, দীর্ঘ দিন শিক্ষক নিয়োগের কোনও পরীক্ষা হয়নি৷ তাছাড়া অনেকেরই বয়স প্রায় শেষের দিকে৷ তাই এটাই শেষ সুযোগ৷ সেই জন্যেই ট্রেনিং ও ভ্যাকেন্সি আপডেট করে শিক্ষক পদে নিয়োগ এর দাবিতে এই আবেদন৷
আরও পড়ুন- খাদ্য ও সরবরাহ দফতরে কর্মী নিয়োগ
উল্লেখ্য, এদিন শিক্ষামন্ত্রী নিজে উপস্থিত ছিলেন না৷ ‘নবশিখা’র পক্ষ থেকে তাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অনুপস্থিতিতে তাঁর আপ্ত সহায়কের হাতে পুষ্প স্তবক, সম্বর্ধনা ও তাঁদের আবেদন তুলে দেওয়া হয়৷ আপার প্রাইমারি নিয়ে দীর্ঘ আইনি জটিলতার জেরে পরীক্ষায় বসতে পারেননি এই প্রার্থীরা৷