ঘাটাল: ভোটের মনোনয়ন জমা দেওয়ার আগে ভগবান দর্শনে যান অনেক প্রার্থীই৷ ঠাকুরের আশীর্বাদ নিয়েই তাঁরা নাম লিখিয়ে ফেলেন ভোটের লড়াইয়ে৷ দলের কর্মীরা বলেছিলেন, তিনিও যেন মন্দিরে মাথা ঠেকিয় ভোটের মনোনয়ন জমা দিতে যান৷ কিন্তু, এখানেই হয়তো সকলের চেয়ে কিছুটা হলেও আলাদা ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব৷ বৃহস্পতিবার সকালে মনোনয়ন জমা দিয়ে যাওয়ার আগে তিনি পৌঁছে গেলেন ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে৷ সেখানে রক্তদান করার পর মনোনয়ন দিতে গেলেন এলাকার বিদায়ী সাংসদ।
দেব বলেন, ‘‘মন্দির-মসজিদে পরেও যেতে পারব। কিন্তু এই বিশেষ দিনে আমি চেয়েছিলাম সচেতনতার বার্তা দিতে।’’ তাঁর জানান, তিনি ঘাটাল মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান। এবং তিনি জানতে পেরেছেন যে, এই প্রবল গরমে ব্লাড ব্যাঙ্কে রক্তের সঙ্কট তৈরি হয়েছে। সেই কারণেই এই বিশেষ দিনে রক্তদান করলেন তিনি৷