কলকাতা: তারকা হওয়ার পাশাপাশি তাঁর আরও একটা পরিচিতি রয়েছে৷ তিনি জনপ্রতিনিধি। বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে আমন্ত্রণ আসে তাঁর কাছে৷ সেই সব অনুষ্ঠানে বিপক্ষের সঙ্গেও সাক্ষাৎ ঘটে। তবে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার ঘটনা কিছুটা বিরল৷ যুযুধান সেই প্রতিপক্ষের সঙ্গে অন্য সময় হাসিমুখে সৌজন্য বিনিময় করা গেলেও, নির্বাচনী আবহে তা নৈব নৈব চ। তবে সব কিছুরই ব্যতিক্রম থাকে৷ শনিবার সন্ধ্যায় তেমনই এক ঘটনার সাক্ষী থাকল কলকাতা৷ এদিন বিকেলে ছিল কালীঘাটে তৃণমূলের পার্টি অফিসে পঞ্চায়েতের প্রস্তুতি বৈঠক৷ আর ঠিক সন্ধেবেলা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখোমুখি তৃণমূলের তারকা সাংসদ দেব৷ তাঁদের এই সাক্ষাৎ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন৷
শনিবার সন্ধ্যায় সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের অনুষ্ঠান ছিল বাইপাস লাগোয়া এক পাঁচতারা হোটেলে। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল সমাজের বিভিন্ন ক্ষেত্রের নামীদামি ও সফল ব্যক্তিত্বদের। বিনোদন জগতের তারকারা তো বটেই, উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। সেই অনুষ্ঠানেই পাশাপাশি দেখা গেল দেব-সুকান্তকে৷ আর তাঁদের পাশ বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
এদিন তৃণমূল সাংসদ দেব আর বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বেশ কিছুক্ষণ গল্প করতেও দেখা যায়৷ চেক শার্ট আর কালো ব্লেজারে দেব একই রকম হ্যান্ডসাম। অন্যদিকে, কুর্তা-পাজামা-কোটে নজর কাড়লেন অনুরাগ ঠাকুরও৷ তবে তাঁদের মাঝে সুকান্ত অনেকটাই সাদামাটা৷ তাঁকে দেখা গেল আকাশি রঙের সাধারণ পাঞ্জাবি আর সাদা পাজামা। কিন্তু সবচেয়ে বেশি নজর কাড়ল, তাঁদের আলাপচারিতা৷ দেব-সুকান্তকে বেশ হাসিমুখে গল্প করতে দেখা গেল অনুষ্ঠানে৷ তাঁদের এই আলাপচারিতা, হাসাহাসি নিয়ে নিন্দুকরা জল্পনা উস্কে দিতেই পারেন৷ তবে এটা ছিল নিতান্তই সৌজন্য৷ পাশাপাশি আসনে বসা দুই ব্যক্তির মধ্যে এটুকু চলতেই পারে৷