মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকে কাটল জট, ফের ঘাটাল থেকে প্রার্থী হচ্ছেন দেব

মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকে কাটল জট, ফের ঘাটাল থেকে প্রার্থী হচ্ছেন দেব

dev

কলকাতা: আসন্ন লোকসভা ভোটে তিনি ফের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হবেন কিনা, তা নিয়ে চড়ছিল জল্পনার পারদ৷ অবশেষে গুঞ্জনে ইতি।  নতুন করে কোনও জটিলতা তৈরি না হলে আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া নিশ্চিত৷ তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব নিজেই জানিয়ে দিলেন, লোকসভা ভোটে ঘাটাল থেকে ফের লড়বেন তিনি। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরই জট কাটে৷ শনিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি৷ পরে সেখান থেকে সোজা চলে যান কালীঘাটে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কথা বলেছেন তারকা সাংসদ৷ এর পরই তিনি জানান, আসন্ন ভোটে ফের ঘাটাল থেকেই ভোটে দাঁড়ানোর কথা ভেবেছেন তিনি। দেব বলেন, ‘‘ঘাটাল থেকেই আমি হয়তো ভোটে দাঁড়াব।’’ পাশাপাশি অভিনেতা সাংসদ এও জানান, তিনি এখনই এই বিষয়ে কিছু বলতে চান না। তৃণমূলনেত্রী যথা সময়ে তা ঘোষণা করবেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =