মুক্তি পেল জুনিয়র এনটিআর-এর “ডেভারা”! ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার পর দর্শকদের মতামত কী? Devara movie review 

Devara movie review মুম্বই: মুক্তি পেল বহু প্রতিক্ষী ছবি ডেভারা৷ এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর ও জানভি কাপুর৷ এই ছবির ট্রেলার সোশ্যাল…

Devara movie review 

Devara movie review

মুম্বই: মুক্তি পেল বহু প্রতিক্ষী ছবি ডেভারা৷ এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর ও জানভি কাপুর৷ এই ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। তবে প্রশংসা এবং সমালোচনা দুই-ই কুড়িয়েছে ডেভারা৷ ছবির ক্লাইম্যাক্সকে ব্লকবাস্টার বলে উল্লেখ করা হয়েছে, যা ডেভারা ২-এর ইঙ্গিত দিচ্ছে।(Devara movie review )

 

‘আরআরআর’-খ্যাত নটিআর জুনিয়র Devara movie review

আরআরআর’-এর মাধ্যমে বিশ্বজোড়া খ্যাতি পাওয়ার পরেও নিজেকে সেই স্রোতে ভাসিয়ে দেননি দক্ষিণী তারকা এনটিআর জুনিয়র। কয়েক মাসের বিরতির পর আবার নিজের পরের ছবির সেটে ফিরেছেন ‘আরআরআর’-খ্যাত এই তারকা। আর সেখানেও রয়েছে চমক৷

devara2
devara

ছবির সমালোচনা

ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফি এবং জুনিয়র এনটিআর-এর অভিনয়ের ইতিবাচক দিকগুলি বেশ প্রশংসিত হয়েছে৷ তবে, গল্প নিয়ে মতামত ভিন্ন রয়েছে।

শক্তিশালী অ্যাকশন

অনেকেই ছবির শক্তিশালী অ্যাকশন দৃশ্যগুলো খুব পছন্দ করেছেন! তবে সিনেপ্রেমীরা বলছেন, গল্পটা আরও ভালো হতে পারতো৷ মোটের উপর এটি চমৎকার অভিজ্ঞতা বলা যেতেই পারে!” অধিকাংশ দর্শকই অ্যাকশন-প্যাকড দৃশ্য এবং জুনিয়র এনটিআর-এর অভিনয়ে মুগ্ধ৷ ভিজ্যুয়াল এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও প্রশংসিত হয়েছে, যা চলচ্চিত্রকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

devara3

সমালোচনা

কেউ কেউ ছবির  প্রশংসা করলেও, অনেকের মধ্যেই কিছু reservations ছিল। কয়েকজন নেটিজেন আবার ছবির প্রথম অর্ধাংশে স্ক্রিপ্টের সমস্যার কথা উল্লেখ করেছেন৷

@Venkyra1- এর মতে, সিনেমাটি যত এগিয়েছে, ততই সমস্যার সম্মুখীন হয়েছে৷

“#ডেভারা রিভিউ: মোটামুটি B গ্রেড। ১ম অর্ধাংশ একটু ভালো কিন্তু দ্বিতীয় অর্ধাংশ কিছুটা পুরনো! কয়েকটি দৃশ্য এবং আনন্দদায়ক নাচ ছাড়া কিছুই নজর কাড়েনি৷ পুরনো স্ক্রিনপ্লে/গল্প, দুর্বল ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভিএফএক্স হতাশাজনক। তবে এনটিআর ছবিটিকে বাঁচানোর চেষ্টা করেছেন।

devara4

 

Entertainment: Devara, starring Jr. NTR and Janhvi Kapoor, has finally released. The trailer has taken social media by storm, garnering both praise and criticism. Despite mixed reviews on the storyline, the film’s action scenes, visuals, and background score have been widely appreciated