নয়াদিল্লি: সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে এক ফ্রেমে ধরা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রাক্তন ভারত অভিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ সেখানে একে অপরের সঙ্গে হাত মেলাতে দেখা যায় তাঁদের৷ এর পর থেকেই জোর গুঞ্জন, তবে কি বিজেপি’তে যোগ দিতে চলেছেন মাহি?
আরও পড়ুন- ICC-র গুরুত্বপূর্ণ পদে জয় শাহ! ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে থেকে গেলেন সৌরভ
আসলে ইন্ডিয়া সিমেন্টের ৭৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই সংস্থার শীর্ষপদে রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি নারায়ণস্বামী শ্রীনিবাসন। পাশাপাশি তিনি আইপিএল-এ চেন্নাই সুপার কিংস-এর মালিক তিনি৷ যে দলের নেতৃত্ব আবার রয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির আমন্ত্রণে ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অমিত শাহ৷ এসেছিলেন ধোনিও৷ নয়াদিল্লি থেকে বিশেষ বিমানে চেন্নাই এসে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
Singam smiles in Singara Chennai!💛 #ThalaDharisanam 🦁 pic.twitter.com/fUrVzSz4uV
— Chennai Super Kings (@ChennaiIPL) November 12, 2022
চেন্নাই সুপার কিংস-এর অফিশিয়াল টুইটার পেজে একটি ছবি পোস্ট করা হয়েছে৷ যেখানে হাসিমুখে ভারতীয় ক্রিকেট দলের এই কিংবদন্তী ব্যাটারকে বসে থাকতে দেখা যায়। সেই ছবির সঙ্গে একটি মজাদার ক্যাপশনও পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, লেখা হয়েছে, ‘সিংহম স্মাইলস ইন সিঙারা চেন্নাই!’ প্রসঙ্গত, ২০২২-এর আইপিএল টুর্নামেন্টেই হয়তো শেষ দেখা যাবে ধোনিকে৷ এর পরেই হয়তো আইপিএল থেকে অবসর নেবেন তিনি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>