কলকাতা: প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের আক্রমণাত্মক বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ৷ ক্ষমতায় এসে তৃণমূল কর্মীদের হিসেব নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। স্বমেজাজে দিলীপ বলেন, ‘‘আমি চোখে চোখ রেখে কথা বলতে জানি। তৃণমূল হামলা করলে আমাদের কর্মীরা নিশ্চয়ই চুপ করে থাকবেন না। পাল্টা হামলা হবে।’’ এখানেই শেষ নয়, বিজেপি’র প্রাক্তন রাজ্য সভাপতি আরও বলেন, ‘‘ভোটের পর আমি এলাকায় (বর্ধমান-দুর্গাপুরে) পাঁচ বছর থাকব। তখন সব হিসেব হবে!”
প্রসঙ্গত, শনিবার রাতে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে দুর্গাপুরের ইস্পাত নগরীর নিউটন এলাকা। দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টি শুরু হলে গোটা এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী৷ সেই ঘটনার রেশ টেনেই রবিবার সকালে তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ৷