কলকাতা: কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন আলোরানি সরকার। তিনি বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী৷ তাঁর দায়ের করা নির্বাচন সংক্রান্ত পিটিশন শুক্রবার খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে ২,০০৪ ভোটে পরাজিত হয়েছিলেন আলোরানি সরকার। ভোটের ফলকে চ্যালেঞ্জ করে বিজেপি’র জয়ী প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেন তিনি। গত বছর ২২ মে তাঁর মামলাটি খারিজ করে দেন বিচারপতি বিবেক চৌধুরীর একক বেঞ্চ।
তাঁর দায়ের করা মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিলেন বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলোরানি সরকার। একক বেঞ্চে শুনানির সময় আদালতকে জানানো হয়, আলোরানি বাংলাদেশের ভোটার। বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে তাঁর৷ বিষয়টি প্রকাশ্যে আনেন বিজেপি বিধায়ক স্বপনের আইনজীবী অরিন্দম পাল। আলোরানির বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, দায়িত্বশীল দল হিসাবে কখনই একজন বাংলাদেশিকে ভারতের রাজনৈতিক নির্বাচনে প্রার্থী করা যায় না।
সেই সঙ্গে বিচারপতি এও জানান, ভারতের সংবিধানে দ্বৈত নাগরিকত্বের কোনও জায়গা নেই। মামলাকারী নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না। তিনি দেশের নির্বাচনেও অংশ নিতে পারেন না। এ বিষয়ে আলোরানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশও দেয় উচ্চ আদালত৷ বিচারপতি চৌধুরীর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যান আলোরানি। কিন্তু, সেখানেও ধাক্কা খেতে হল তৃণমূল নেত্রীকে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>