আরও বাড়ল দুয়ারে সরকারের সময়সীমা, কত তারিখ পর্যন্ত চলবে শিবির?

আরও বাড়ল দুয়ারে সরকারের সময়সীমা, কত তারিখ পর্যন্ত চলবে শিবির?

কলকাতা:  নভেম্বর মাসে রাজ্য জুড়ে চলেছে দুয়ারে সরকার শিবির৷ তাতে অভূতপূর্ব সাড়াও মিলেছে৷  রাজ্যবাসীর সুবিধার্থে দুয়ারে সরকারের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার নবান্নে বৈঠকের পর ক্যাম্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ এ কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব। প্রথমে ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা বলা হলেও পরে সিদ্ধান্তে বদল করে দুয়ারে সরকারের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ 

আরও পড়ুন- কাটা দেহাংশ উদ্ধার বঙ্গে, কল্যাণীর জঙ্গলে মাটিতে পোঁতা মাথা

১ নভেম্বর থেকে রাজ্যজুড়ে একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরগুলি থেকে সরকারি পরিষেবার জন্য আবেদনের সুযোগ পেয়ে থাকেন সাধারণ মানুষ। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ৩০ নভেম্বর পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি চলবে। কিন্তু বুধবার জানানো হয় দুয়ারে সরকার কর্মসূচির মেয়াদ বাড়িয়ে ৫ ডিসেম্বর করা হয়েছে৷ কিন্তু, এদিন নবান্নে বৈঠকে পরে সই মেয়াদ আরও বাড়ানো হয়৷ একটি নির্দেশিকা জারি করে নবান্নের তরফে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর অবধি চলবে দুয়ারে সরকার কর্মসূচি চলবে৷