কলকাতা: গরমাগরম বক্তৃতা, ঝাঁঝাল শব্দবাণে এক সময়ে অনুব্রত মণ্ডলকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন বীরভূমের এই বিজেপি নেতা। গত লোকসভা ভোটে বোলপুর থেকে তাঁকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এসে তাঁর জন্য গলা ফাটিয়েছিলেন। মনে আছে সেই দুধকুমার মণ্ডলকে? তিনি কিন্তু লোকসভায় জিততে পারেননি। সেই দুধকুমারকেই এবার পঞ্চায়েত ভোটে গ্রামসভায় প্রার্থী করল বিজেপি৷
ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি’র বীরভূম জেলার প্রাক্তন সভাপতি৷ তাঁকে টিকিট দিতেই প্রশ্ন উঠেছে, বিজেপির কি প্রার্থীর আকাল পড়েছে?
এক সময় এই দুধকুমারকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে সাসপেন্ড করা হয়েছিল৷ মুরলীধর সেন লেনের সঙ্গে তাঁর সংঘাত কারও অজানা নয়। তিনি যে প্রার্থী হয়েছেন সেই খবর জানা ছিল না রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। যদিও দুধকুমার বলছেন, তিনি ফের নতুন করে শুরু করতে চান।
এক সময় জাতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়ে রনজি খেলে উঠে এসেছিলেন দুধ কুমার৷ এবার কি সেই পথেই দুধকুমার? উত্তরে একসময়ের লড়াকু নেতা বললেন, ‘কিছুটা তেমনই। একসময় সিপিএমের সন্ত্রাস ও পরে তৃণমূলের চোখ রাঙানি উপেক্ষা করে পঞ্চায়েতে জিতেছি। এবারও স্থানীয় মানুষের দাবি মেনে পঞ্চায়েতে প্রার্থী হলাম।’