সাড়ে চার বছর পর শাপমুক্তি, নন্দের গোলে ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের

সাড়ে চার বছর পর শাপমুক্তি, নন্দের গোলে ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের

কলকাতা:  অবশেষে শাপমুক্তি! টানা দশটি ডার্বির পর মোহনবাগানকে হারিয়ে কলকাতা ডার্বিতে জয় ছিনিয়ে আনল ইস্টবেঙ্গল। শনিবার ডুরান্ড কাপে যুবভারতী ক্রীড়াঙ্গনে নন্দকুমারের গোলে মোহনবাগানকে হারাল লাল-হলুদ শিবির। বিশ্বকাপার জেসন কামিংসের মতো খেলোয়ার-সহ পূর্ণশক্তি নিয়ে ঝাঁপিয়েও ইস্টবেঙ্গলকে হারাতে পারল না মোহনবাগান। ২০১৯-এর ২৭ জানুয়ারির পর কলকাতা ডার্বিতে জিতল ইস্টবেঙ্গল।

আজকের ম্যাচে মোহনবাগানের দলে চর্চিত নাম ছিল কাতার বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার জেসন কামিংস। মোহন বাগানের তরফে আগেই বলা হয়েছিল, দরকার পড়লে তাঁকে নামানো হবে। আজ ইস্টবেঙ্গল যে গতি নিয়ে ঝাঁপিয়েছিল, তাতে খেলার ৫৫ মিনিটের মাথাতেই সেই ‘দরকার’ এসে গেল৷ এ ছাড়াও, ভারতীয় ফুটবল দলে মিডফিল্ডে নিয়মিত খেলা সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসোও এদিন অনেক ক্ষণ বল পায়ে ছুটেছেন৷ লিস্টনকে গোটা ম্যাচেই কোনঠাসা করে রাখলেন খাবরা। ক্রেসপো খুঁটি গাড়তেই দিলেন না অনিরুদ্ধকে। আর কামিংসের খেলা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে,  ভারতীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে তাঁর সময় লাগবে।

অন্যদিকে দেখতে গেলে ইস্টবেঙ্গল দলটা তৈরি হয়েছে কিছু দিন আগে। নতুন গড়ে ওঠা সেই দল নিয়েই চমকে দিলেন কার্লেস কুয়াদ্রাত। বাংলাদেশ সেনার বিরুদ্ধে যাঁরা আগের ম্যাচে দু’গোলে এগিয়ে ড্র করেছিল, তারাই শনিবার সন্ধ্যায় ৬০ মিনিটে গোল দিয়ে মোহনবাগানকে আটকে রাখল ম্যাচের শেষ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + twenty =