হাওড়া-শিয়ালদহ শাখায় চাকরির বিশাল সুযোগ, ৩,৩৬৬ পদে শুরু নিয়োগ প্রক্রিয়া

হাওড়া-শিয়ালদহ শাখায় চাকরির বিশাল সুযোগ, ৩,৩৬৬ পদে শুরু নিয়োগ প্রক্রিয়া

কলকাতা:  চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ ৩ হাজার ৩৬৬ শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ করছে পূর্ব রেল৷ আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জমা দেওয়ার শেষ তারিখ ৩ নভেম্বর সন্ধ্যা ৬টা। 

আরও পড়ুন- ডায়েটিশিয়ান-সহ বিভিন্ন পদে লোক নিয়োগ

পূর্ব রেলের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, শিয়ালদহ শাখায় ১ হাজার ১২৩টি,  হাওড়া শাখায় ৬৫৯টি, আসানসোল শাখায় ৪১২টি এবং মালদহ শাখায় ১০০টি পদে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। এ ছাড়াও কাঁচারাপাড়া ওয়ার্কশপে ১৯০টি, লিলুয়া ওয়ার্কশপে ২০৪টি, জামালপুর ওয়ার্কশপে ৬৭৮টি শূন্য পদ রয়েছে। শিক্ষানবিশ আইন ১৯৬১-র অধীনে রেলওয়ের বিভিন্ন দফতর ও ওয়ার্কশপে প্রশিক্ষণ দেওয়া হবে এই সকল শিক্ষানবিশকে। 

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি স্তরে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে৷ পাশাপাশি দ্বাদশ শ্রেণির পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। 

বয়স- আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছর হতে হবে৷ 

তবে রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়ার পর রেলে স্থায়ী চাকরি না-ও মিলতে পারে। তবে বিভিন্ন বেসরকারি সংস্থাতে স্থায়ী অথবা চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ মিলতে পারে। এই পদের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এই পদে আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের লাগবে ১০০ টাকা। তফসিলি, প্রতিবন্ধী এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে কোনও টাকা লাগবে না৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 4 =