কুন্তলের থেকে নিজে ৭০ লক্ষ নেন,পার্থকে ১০ লক্ষ দিতে বলেন সুজয়! আদালতে দাবি ED-র

কুন্তলের থেকে নিজে ৭০ লক্ষ নেন,পার্থকে ১০ লক্ষ দিতে বলেন সুজয়! আদালতে দাবি ED-র

কলকাতা: শিক্ষায় নিয়োগে বিস্তর দুর্নীতি হয়েছে৷ চলেছে কোটি কোটি টাকার খেলা৷ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ যে তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন, তা আগেই দাবি করেছে ইডি। সেই টাকার অঙ্কটা ছিল ৭০ লক্ষ। তবে সুজয়কৃষ্ণ একাই এই টাকা নেননি৷ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও টাকা দিতে বলেছিলেন। ‘কাকু’কে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে আদালতে আর্থিক লেনদেনের বিষয়টি তুলে ধরল কেন্দ্রীয় তদন্ত সংস্থা৷ 

এদিন আদালতে ইডির তরফে দাবি করা হয়, গত ১ ফেব্রুয়ারি এবং ২ ফেব্রুয়ারি আর্থিক তছরুপ নিয়ন্ত্রক আইনের ৫০ নম্বর ধারায় কুন্তলের বয়ান নথিবদ্ধ করা হয়েছে৷ সেখানে কুন্তল জানান, ২০১৪ সালের টেট প্রার্থীদের চাকরি পাইয়ে দিতে তিনি ‘কালীঘাটের কাকু’র সঙ্গে যোগাযোগ করেন। কয়েক জন চাকরিপ্রার্থীকে অবৈধ উপায়ে টেট পাশ করিয়ে শিক্ষকের চাকরি দিতে চেয়েছিলেন কুন্তল। সুজয়কৃষ্ণ ওরফে ‘কালীঘাটের কাকু’ তখন কুন্তলকে আশ্বস্ত করে বলেছিলেন, পার্থের সঙ্গে কথা বলতে৷ তাহলেই তাঁর কাজ হয়ে যাবে। এই সময়ে সুজয়কে ৭০ লক্ষ টাকা দেন কুন্তল। সুজয়ের পরামর্শেই তিনি পার্থকে আরও ১০ লক্ষ টাকা দেন। যদিও ইডি সূত্রে জানা গিয়েছে, ৩০ মে জিজ্ঞাসাবাদের সময় ‘কালীঘাটের কাকু’ এই লেনদেনের বিষয়টি অস্বীকার করেন।