কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র নজরে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ৷ বৃহস্পতিবার সাত সকালে খাদ্যমন্ত্রীর মধ্যমগ্রামের মাইকেলনগরের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা৷ শুরু হয় তল্লাশি অভিযান৷ জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তথ্য খুঁজতেই মন্ত্রীর বাড়িতে হানা দেন ইডির আধিকারিকেরা। এর পাশাপাশি কামারহাটি, টিটাগড়, বরানগর পুরসভার চেয়ারম্যান এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বাড়ি-সহ মোট ১২টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়ন শীলের অফিস থেকে উদ্ধার একাধিক নথি থেকে উঠে আসে রথীন ঘোষের নাম৷ তিনি দীর্ঘ দিন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন। সেই সময়কালেই পুরনিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০১৪-১৮ সাল পর্যন্ত পুরসভায় নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের হদিশ পেয়েছে ইডি৷ কাদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তবে দলীয় সূত্রে খবর, পুরসভায় ‘ভাল কাজ’ করার পুরস্কার হিসাবেই নাকি ২০২১ সালে তৃতীয় বার ক্ষমতায় আসার পর তাঁকে মন্ত্রিসভায় জায়গা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ ৫টি গাড়িতে চেপে রথীনের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকেরা। তবে রথীন বলেন, ‘‘এর আগেও তো বিভিন্ন জায়গায় হানা দিয়েছে। কিন্তু কিছু তো পাওয়া যায়নি। মঙ্গলবারের প্রতিক্রিয়া আজ পাওয়া যাচ্ছে। রাজভবন অভিযান অভিযানের মতোই চলবে।’’
ঘটনাচক্রে, আজ বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবন অভিযান কর্মসূচি পালন করবে তৃণমূল। সেই কর্মসূচিতে থাকার কথা ছিল রথীনের। ঠিক তার আগেই শুরু হল ইডির অভিযান৷