এবার এসএসসি ‘দুর্নীতি’র তদন্তে ED, জামিনে মুক্ত প্রসন্ন রায়ের ফ্ল্যাট-সহ সাত জায়গায় তল্লাশি

এবার এসএসসি ‘দুর্নীতি’র তদন্তে ED, জামিনে মুক্ত প্রসন্ন রায়ের ফ্ল্যাট-সহ সাত জায়গায় তল্লাশি

ed

কলকাতা: বৃহস্পতিবার সাত সকাল থেকেই ‘অ্যাকশনে’ ইডি। প্রাথমিকের নিয়োগ ‘দুর্নীতি’কাণ্ডে নাম জড়ানো ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি৷ নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রসন্নকে গ্রেফতার করেছিল সিবিআই৷ সকাল সাড়ে ছটা নাগাদ সিআরপিএফ ক্যাম্প থেকে রওনা দেয় কেন্দ্রীয় গোয়েন্দাদের গাড়ি৷ নিউটাউনের একটি অভিজাত আবাসনে পৌঁছন কেন্দ্রীয় বাহিনীর অফিসাররা৷ সূত্রের খবর, এই অভিজাত আবাসনেই রয়েছে প্রসন্নর ফ্ল্যাট। তল্লাশি চলছে প্রসন্নর একাধিক ঠিকানায়৷ নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ও ধৃত তৃণমূল বিধায়ক জীবন সাহার ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি৷ এদিন  সকাল থেকে শহরের মোট সাতটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন ইডির আধিকারিকেরা। প্রসন্ন ও তাঁর ঘনিষ্ঠদের ঠিকানায় এর আগে তল্লাশি চালিয়েছিল সিবিআই৷ এই প্রথম অভিযানে নামল ইডি।  এত দিন  প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *