কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের পর মন্ত্রী মলয় ঘটক৷ কয়লা পাচারকাণ্ডে এ বার রাজ্যের আইনমন্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১৯ জুন তাঁকে দিল্লিতে ইডি সদর দফতরে গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে।
কয়লা পাচার মামলায় বৃহস্পতিবারই অভিষেক-পত্নী রুজিরাকে ডেকে পাঠিয়েছে ইডি। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, মলয়কে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করার অন্তত ১৫ দিন আগে নোটিস পাঠাতে হবে। সেই মতোই হাতে সময় রেখেই তাঁকে ডাকা হয়েছে৷
ইডি সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনেই ইডি-র তদন্তকারী অফিসাররা রাজ্যের আইনমন্ত্রীকে মেল করে তাঁর সময় চেয়েছিলেন। কিন্তু তিনি সেইসব মেলের কোনও উত্তর দেননি বলেই দাবি। তৃতীয়বার তিনি নিজেই মেল পাঠান। সেই মেল-এ ১৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে সম্মতি দেন মলয়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>