গ্রেফতারের ৪৭ দিনের মাথায় বালু-সহ ১২জনের নামে চার্জশিট, কয়েকশো কোটির দুর্নীতি, অনুমান ইডি-র!

গ্রেফতারের ৪৭ দিনের মাথায় বালু-সহ ১২জনের নামে চার্জশিট, কয়েকশো কোটির দুর্নীতি, অনুমান ইডি-র!

ed

কলকাতা:  রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে গ্রেফতারের ৪৭ দনের মাথায় প্রথম চার্জশিট দিল ইডি। মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় সংস্থা৷ 

গত ২৬ অক্টোবর গভীর রাতে রেশন বন্টন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই মামলায় মঙ্গলবার মন্ত্রী বালু সহ ১২ জনের নামে আদালতে চার্জশিট জমা দিল ইডি৷ এদিন বেলা ১২টা নাগাদ আলিপুর আদালতে চার্জশিট পেশ করা হয়। আদালত সূত্রের খবর, ১৬২ পাতার চার্জশিটে জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান সহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। ইডি জানিয়েছে, ১০০ কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে। তদন্ত শেষে টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলেই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডেরিক্টরেট৷ কী ভাবে রেশনের টাকা ঘুরপথে বিভিন্নজনের হাতে পৌঁছত, এই চক্রে কারা কারা জড়িত, চার্জশিটে তা বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =