সিউড়ি: আসানসোলের বিশেষ সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্টকে তলব করা হয়েছিল আগেই৷ এবার সিউড়ি থানার আইসিকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে খবর, শনিবার সিউড়ি থানার আইসি (ইনস্পেক্টর-ইনচার্জ) মহম্মদ আলিকে হাজিরা দিতে বলা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত নথি সঙ্গে আনার নির্দেশও দেওয়া হয়েছে৷
আরও পড়ুন-বেতন, সামাজিক সুরক্ষা নেই! ধর্নামঞ্চে অসুস্থ এক আন্দোলনকারী, সরকারকে হুঁশিয়ারি NSQF-এর
কেন এই তলব? ইডি সূত্রে খবর, গরু পাচারকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন মহম্মদ আলি। সূত্র মারফত কেন্দ্রীয় গোয়েন্দারা আরও জানতে পেরেছেন যে, গত কয়েক মাস ধরে অনুব্রত মণ্ডলের মামলা লড়ার খরচও জুগিয়েছিলেন সিউড়ি থানার আইসি। সম্ভবত, এই বিষয়েই তাঁকে প্রশ্ন করতে চলেছে ইডি৷ সেই কারণেই তাঁকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও আনতে বলা হয়েছে৷
এর আগে গরু পাচার মামলায় ডেকে পাঠানো হয়েছিল আসানসোলের বিশেষ সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্ট কৃপাময় নন্দীকে৷ আগামী ৫ এপ্রিল দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। কৃপাময়কেও ব্যাঙ্কের নথি নিয়ে আসতে বলা হয়েছে। এই প্রসঙ্গে কৃপাময় বলেন, ‘‘আমাকে আগামী ৫ এপ্রিল দিল্লিতে তলব করা হয়েছে। তবে ঠিক কী কারণে ডাকা হয়েছে, আমি জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, সেই মতোই কাজ করব।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>