কলকাতা: ফের বিতর্কে টেট৷ এবার বিতর্কের কেন্দ্রে পরীক্ষার কেন্দ্র৷ জেলা, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পরীক্ষাকেন্দ্র পড়ল একেবারে বিদেশে! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটল প্রাথমিকের টেট পরীক্ষার অ্যাডমিট কার্ডে৷
আরও পড়ুন- পঞ্চায়েতে অবাধ ভোট, শুভেন্দুকে সরাসরি চ্যালেঞ্জ করলেন অভিষেক
সম্প্রতি প্রকাশিত হয়েছে টেটের অ্যাডমিট কার্ড৷ সেখানে বাংলাদেশ, লাহোর এমনকী দুবাইয়েও পরীক্ষার্থীদের সিট পড়ল পরীক্ষার্থীদের৷ সেই ছবি এখন নেট পাড়ায় ভাইরাল৷
পাঁচ বছর পর রাজ্যে ফের অনুষ্ঠিত হবে টেট পরীক্ষা৷ আগামী ১১ ডিসেম্বর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। গত ৩০ নভেম্বর টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়। তাতে দেখা গিয়েছে অয়ন কোলে নামে হুগলির এক পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র পড়েছে এইচসিটি কলেজ মেইন, দুবাই৷ নীচে লেখা ইউএই। অর্থাৎ অ্যাডমিট অনুযায়ী টেট পরীক্ষা দেওয়ার জন্য ওই পরীক্ষার্থীকে যেতে হবে দুবাই৷
একই অবস্থা পুরুলিয়ার রমেশ মুদির৷ তাঁর পরীক্ষার সিট পড়েছে ইউনিভার্সিটি অব দ্য পাঞ্জাব, লাহোর, পাকিস্তান। এক পরীক্ষার্থীর তো আবার পরীক্ষাকেন্দ্র পড়েছে পড়শি বাংলাদেশে। মিমো ঘোষ নামে ওই পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্রের নাম এন.ইউ.এন.ইউ কলেজ, বাংলাদেশ।
যদিও পর্ষদের দাবি, এমন অ্যাডমিট কার্ডের কোনও অস্তিত্বই নেই। ভাইরাল হওয়া অ্যাডমিট কার্ডগুলি ভুয়ো৷ এমনকী ওই অ্যাডমিট কার্ডগুলিতে যে সকল প্রার্থীর নাম উল্লেখ রয়েছে, তাঁদের বাস্তবে কোনও অস্তিত্ব রয়েছে কিনা, তা নিয়েও সংশয় রয়েছে। পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। টেট নিয়ে বিভ্রান্তি ছড়াতে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে বদনাম করতে এই ধরনের ভুয়ো অ্যাডমিট কার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>