কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য সরকার৷ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখায় অভিযোগে সোচ্চার হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল৷ সরকারি প্রকল্পের টাকা আটকে থাকায় সমস্যায় দিন কাটছে গ্রামবাংলার বহু গরিব মানুষের। এবার কি কৃষিক্ষেত্রের উপর কোপ পড়তে চলেছে? অভিযোগ, রাজ্যকে ‘ভাতে মারার’ কৌশল নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার৷ অনুমোদন থাকা সত্ত্বেও রাজ্যকে পর্যাপ্ত সার পাঠানো হয়নি বলে নবান্নের দাবি নবান্নের। দেশের মধ্যে আলু উৎপাদনে দ্বিতীয় বাংলা৷ উত্তরপ্রদেশের পরেই রয়েছে বাংলার স্থান। নভেম্বর-ডিসেম্বর মাসে আলু চাষের জন্য প্রয়োজনের তুলনায় মাত্র এক তৃতীয়াংশ এনপিকে (১০:২৬:২৬) সার পাঠিয়েছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে চলতি মরশুমে আলুচাষিরা পর্যাপ্ত পরিমাণে সার ন্যায্য মূল্যে পাবেন কি না, সে বিষয়ে সন্দিহান রাজ্য কৃষি দফতর। একউ সঙ্গে সারের কালোবাজারির আশঙ্কাও উড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে না।
এ প্রসঙ্গে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘১০০ দিনের টাকা ন্যায্য প্রাপ্য ওরা আটকে রেখেছে। এবার কি সার না পাঠিয়ে রাজ্যের কৃষকদের ভাতে মারতে চাইছে মোদী সরকার? এটা আমরা কিছুতেই হতে দেব না। এর বিরুদ্ধে যতদূর যেতে হয় আমরা যাব।’’