গগনযানে করে মহাকাশে মহিলা রোবট পাঠাবে ভারত, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

গগনযানে করে মহাকাশে মহিলা রোবট পাঠাবে ভারত, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

female robot 

নয়াদিল্লি: সফল তৃতীয় চন্দ্রযান। চাঁদের দেশ ঘুরে এবার ইসরোর লক্ষ্য সূর্য৷ অন্যান্য অভিযানগুলিও সফল করার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা৷ এরই মধ্যে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং জানালেন, এ বার মহাকাশে মহিলা রোবট পাঠানোর ভাবনাচিন্তা করছে ভারত। অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই হবে ‘গগনযান’ মিশনের প্রথম ট্রায়াল৷

শুক্রবার এনডিটিভি-র একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। ওই অনুষ্ঠানেই তিনি জানান, গগনযান মিশনের অঙ্গ হিসাবে ‘ব্যোমমিত্রা’ নামে একটি মহিলা রোবটকে মহাকাশে পাঠানো হবে৷ কবে রোবটটিকে মহাকাশে পাঠানো হবে, তা নির্দিষ্ট অবশ্য জানাননি জিতেন্দ্র৷ তবে তিনি জানান, আগামী মাসে পরীক্ষামূলক ভাবে একটি মহাকাশযান পাঠানো হবে। সেটি সাফল্য পেলে মহিলা রোবট পাঠানোর দিনক্ষণ পাকা করা হবে৷ একেবারে মানুষের মতোই আচরণ করবে সেই রোবট। সবকিছু ঠিক থাকলে,  চূড়ান্ত মিশনের জন্য সবুজ সংকেত দেওয়া হবে।

এদিন বিজ্ঞানমন্ত্রী বলেন, ‘‘অতিমারির কারণে গগনযান প্রকল্পটি পিছিয়ে গিয়েছে। আমরা ঠিক করেছি অক্টোবরের শুরুতেই পরীক্ষামূলক ভাবে এই প্রকল্প শুরু করব।’’ এই প্রসঙ্গেই তাঁর সংযোজন, “নভোশ্চরদের মহাকাশে পাঠানোর পাশাপাশি তাঁদের নিরাপদে ফিরিয়ে আনাটাও অত্যন্ত জরুরি।” নভোশ্চরদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্যই আগে রোবটটিকে পাঠানো হবে৷ জিতেন্দ্র আরও বলেন, ‘‘গগনযানের দ্বিতীয় মিশনে একটি মহিলা রোবট পাঠানো হবে। মানুষের আচার-আচরণ ও যাবতীয় বৈশিষ্ট্য ফুটে উঠবে রোবটটির কাজে।” চাঁদের মাটিতে তৃতীয় চন্দ্রযানের অবতরণের ঘটনাটিকে দেশের মহাকাশ গবেষণার ইতিহাসে বড় সাফল্য বলেও উল্লেখ করেন জিতেন্দ্র৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =