নয়াদিল্লি: সদ্যই শুরু হয়েছে নয়া সংসদ ভবনের পথচলা৷ একই মাঝে বিতর্ক। বুধবারের আতঙ্কের পর প্রশ্ন উঠেছে সংসদ ভবন ও সাংসদদের নিরাপত্তা নিয়ে। সংসদের ভিতরে চলল রঙ বোমা নিয়ে হামলা৷ এই হামলার কিছুক্ষণের মধ্যেই প্রকাশ্যে আসে হামলাকারীদের পরিচয়। দিল্লি পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট ছ’জন জড়িত ছিল। গত চার বছর ধরে দিল্লি লাগোয়া গুরুগ্রামে বসে ছকা হয়েছিল বুধবারের হামলার ছক৷
এদিকে, হামলার সঙ্গে জড়িত পঞ্চম জনকেও গ্রেফতার করে নিল দিল্লি পুলিশ। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। বুধবার রাতে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার হন পঞ্চম অভিযুক্ত বিশাল শর্মা। বিশালের বিরুদ্ধে অভিযোগ, সংসদে ‘স্মোক ক্র্যাকার’ বা রং বোমা নিয়ে ঢুকে পড়া দু’জন এবং বাইরে স্লোগান দেওয়া আরও দু’জনকে আশ্রয় দিয়েছিলেন তিনি। এই ঘটনায় ছয়জন ‘ষড়যন্ত্রীর’ যুক্ত থাকার অভিযোগ থাকলেও, এখনও পর্যন্ত ষষ্ঠ জনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ছয় অভিযুক্তর বিরুদ্ধেই ইউএপিএ বা রাষ্ট্রদ্রোহ আইনে মামলা রুজু করা হয়েছে।