কলকাতা: বোমা ফাটালেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। ঘোষণা করলেন বিয়ের কথা! পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য যখন উত্তাল, তখন বিয়ে? রাজ্যজুড়ে বোমাবাজির মধ্যে কার বিয়ের কথা বললেন দেবাংশু?
সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেবাংশু লিখেছেন, ‘‘আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল BJP+Left+ INC+ ISF মহাসংযুক্ত মোর্চা। প্রেম আর সুপ্ত রইল না, বিয়েটা ফাইনালি হয়েই গেল…!অভিনন্দন!’’
নাহ, এটা ছাদনাতলার গিয়ে মালাবদল করে বিয়ে নয়৷ এই বিয়ে প্রতীকী৷ তিনি এখানে BJP+Left+ INC+ ISF এর গাঁটছড়ার কথা উল্লেখ করতে চেয়েছেন।
ওই পোস্টারে লেখা রয়েছে, ‘‘আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ১৩০ পাথরপ্রতিমা বিধানসভা ক্ষেত্রে গ্রাম সভায় ৪০ নম্বর বুথে বিজেপি-বাম-কংগ্রেস- জোটের নির্দল প্রার্থী বন্দনা মজুমদারকে এই চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।’’ ওই পোস্টারে প্রতীক হিসাবে একটি আমের ছবি দেওয়া হয়েছে। পঞ্চায়েতে নির্দল হিসাবে দাঁড়িয়েছেন ওই প্রার্থী।
যদিও গত কয়েকদিন ধরেই আইএসএফের সঙ্গে বিজেপির আঁতাত নিয়ে সরব হয়েছে শাসক দল। সেই দাবি প্রমাণে সম্প্রতি একটি পোস্টও করেছিলেন দেবাংশু। সেখানে তিনি মোবাইলের দুটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে হোয়াটস অ্যাপ চ্যাট তুলে ধরে দেবাংশু ভট্টাচার্য দাবি করেছিলেন, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির সঙ্গে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ও কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের পিএ-র হোয়াটস অ্যাপে কথোপকথন হয়েছিল। যদিও সেটা দু’বছর আগের। সে কথা নিজেই জানিয়েছেন দেবাংশু৷
দেবাংশু লিখেছিলেন, ‘‘আমরা মাঝেমধ্যেই বলি বিজেপি ভোট কাটার জন্য নানা কাজ করে। এখানে দেখুন লিকড হোয়াটস অ্যাপ চ্যাট। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির সঙ্গে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ও কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের পিএর মধ্যে। এটা হল ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের সময়ের চ্যাট।’’ আর এবার একেবারে পোস্টার তুলে ধরলেন দেবাংশু৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>