কলকাতা: শহরে ফের অগ্নিকাণ্ড। সোমবার ভোরে কলকাতার বড়বাজারে নাখোদা মসজিদের কাছে একটি বহুতলে প্লাস্টিকের গুদামে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে চারদিক গ্রাস করে নেয়। ঘটনাস্থলে প্রথমে দমকলের সাতটি ইঞ্জিন ও পরে আরও আটটি ইঞ্জিন পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু। জানা যাচ্ছে, ওই গুদামে দাহ্য পদার্থ এবং প্লাস্টিকের সামগ্রী ছিল৷ সেই কারণেই এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এদিকে, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হয় দমকলকর্মীদের। যে গুদামে আগুন লেগেছে, সেখানে পৌঁছতে না পেরে দূর থেকেই হোসপাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল মন্ত্রী জানাচ্ছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷
সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন, রয়েছেন দমকলমন্ত্রী
সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন, রয়েছেন দমকলমন্ত্রী