তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরহাদের বিদ্রোহী জামাই, অধীরের হাত থেকে পতাকা নিলেন ইয়াসির

তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরহাদের বিদ্রোহী জামাই, অধীরের হাত থেকে পতাকা নিলেন ইয়াসির

কলকাতা:  এর আগেও বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি৷ সেই সময় কোনও ভাবে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও আর ঠেকানো গেল না তাঁকে। তৃণমূল ছেড়ে বেড়িয়ে এলেন রাজ্যের মন্ত্রী  ফিরহাদ হাকিমের  জামাই ইয়াসির। যোগ দিলেন কংগ্রেসে৷ 

রাজ্য রাজনীতিতে দলবদল এখন আর কোনও অস্বাভাবিক ঘটনা নয়৷ তবে সাধারণত দেখা গিয়েছে দুর্বল দিক থেকে শক্তিশালী দিকেই ভিড়েছেন নেতানেত্রীরা৷ কিন্তু উল্টো স্রোতে ভেসেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদের জামাতা৷ শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ইয়াসিরকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন। সেখানেই ইয়াসিরের কংগ্রেসে যোগদানের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন তিনি৷ তাঁর হাতে কংগ্রেসের পতাকাও তুলে দেন অধীর৷

ফিরহাদের বড় মেয়ে প্রিয়দর্শিনীর সঙ্গে বিয়ে হয়েছিল ইয়াসিরের। তবে এখন তাঁরা আলাদাই থাকেন। প্রিয়দর্শিনী ফিরে এসেছেন ফিরহাদের বাড়িতে৷ ইয়াসির থাকেন এন্টালিতে। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। ইয়াসির ছিলেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক৷ তবে তিনি প্রথম সারির নেতা হয়ে উঠতে পারেননি৷ 

এদিন অধীরের পাশে বসে ইয়াসির বলেন, ‘‘আমি আগে যে দলে ছিলাম, সেখানে কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছা বহুদিনের। এখানে অধীরবাবু আছেন৷ সৌমেন পালের সঙ্গেও যোগাযোগ ছিল। কংগ্রেসে এসেছি কারণ, দলের সদস্য হয়ে কাজ করতে চাই। তৃণমূলে আমি রাজনীতিক হিসেবে নই, সমাজ সেবক হিসেবে পরিচিত ছিলাম। মানুষের সঙ্গে সংযোগ আমার রয়েছে। অধীরবাবুকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছেন।”

 এ প্রসঙ্গে কলকাতায় পুরসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ হাকিম বলেন, ‘‘এ রাজ্যে কংগ্রেস পার্টিটাই এ বার উঠে যাবে। পরগাছাদের নিয়ে রাজনীতি করতে চাইছে। আত্মীয়স্বজনদের নিয়ে দলে টানতে চাইছে। আমার মেয়ের সঙ্গে ওর পোষাচ্ছে না। এটা ব্যক্তিগত বিষয়। আমি এ নিয়ে কোও মন্তব্য করব না।’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *