নয়াদিল্লি: প্রত্যাশা ছিলই৷ সেই মতোই দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে সুখবর এল মধ্যবিত্তের জন্যে৷ আয়করের ঊর্ধ্বসীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। ৫ লক্ষ টাকা থেকে আয়করের ঊর্ধ্বসীমা বেড়ে ৭ লক্ষ টাকা করা হল ২০২৩-২৪ বাজেটে। বুধবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, নতুন ট্যাক্স রেটে, ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না। ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ এবং ৬ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ আয়কর দিতে হবে। এখন ৫ লক্ষ পর্যন্ত কোনও আয়কর দিতে হত না। এ বার সেই পরিমাণ বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হল।
আরও পড়ুন- ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ, বাজেটে বাড়ল সিগারেটের দাম
এ দিন বাজেটে নতুন কর কাঠামোর ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানান, ২০২৩-‘২৪ অর্থবর্ষে ৯ থেকে ১২ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ কর দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে করের পরিমাণ হবে ২০ শতাংশ। ১৫ লক্ষ টাকার বেশি আয়ে কর দিতে হবে ৩০ শতাংশ। সর্বোচ্চ করদাতাদের সারচার্জ কমিয়ে দেওয়া হল। বেসরকারি ক্ষেত্রে ছুটি বিক্রি করে ২৫ লক্ষ টাকা পাওয়া যাবে বলেও ঘোষণা করা হয়েছে। এতদিন যেখানে মিলত মাত্র ৩ লক্ষ টাকা।
এ বারের বাজেটে কেন্দ্রীয় সরকার করছাড় দেবে বলেই প্রত্যাশা ছিল সাধারণ মানুষের৷ বর্তমানে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যেত। সেটাই এবার বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত করা হবে বলে গুঞ্জন ছিল৷ যদিও ৫ লক্ষ পর্যন্ত আয় আক্ষরিক অর্থে করমুক্ত। ২০২৩ সালে প্রস্তাবিত আয়কর আইনের ৮৭-এ অনুচ্ছেদ অনুযায়ী, ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর ছাড় মেলে। অর্থাৎ কোনও ব্যক্তির আয় যদি বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে, তাহলে আয়কর রিটার্ন জমা দিয়ে ১২ হাজার ৫০০ পর্যন্ত রেয়াত পান তিনি। এ ক্ষেত্রে বিনিয়োগ, স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাড়িভাড়া, গৃহঋণের সুদ-সহ সব ছাড় মিলিয়ে যদি করযোগ্য আয় ৫ লক্ষ টাকার কম হয়, তাহলে কোনও করই দিতে হয় না।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>