কলকাতা: ফেব্রুয়ারি হল প্রেমের মাস৷ শীতের আমেজ গায়ে মেখে আসে ভ্যালেন্টাইন্স ডে৷ কিন্তু যে ভাবে তাপমাত্রার পারদ চড়ছে, তাতে অনেকেরই প্রশ্ন মাঘ ফুরানোর আগেই বিদায় নেবে নাতো শীত? ভ্যালেন্টাইন্স ডে’র আগেই কি উধাও হবে শীতের আমেজ?
আরও পড়ুন- পিএসসি অফিসে জমা পড়ল ডেপুটেশন, যা বলল কর্তৃপক্ষ
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গে শীতের ওঠানামা চলবে। বুধবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে। বৃহস্পতি ও শুক্রবার কিছুটা তাপমাত্রার পতন হবে৷ শনিবার থেকে আবারও চড়বে পারদ। সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী হবে। মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে’তে বেশ কিছুটা নিচে নামতে পারে তাপমাত্রার পারদ।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। মঙ্গলবার ভোর থেকে রাজ্যজুড়ে এই দৃশ্য দেখা গিয়েছে। কুয়াশার দাপটে ভোরের দিকে দৃশ্যমানতা কম থাকবে৷ হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বজায় থাকবে কুয়াশার দাপট৷ কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশা থাকবে বলে সতর্ক করা হয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও ভারী কুয়াশা থাকবে বলে পূর্বাভাস। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে৷ ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। সঙ্গে দেখা যাবে ঝলমলে রোদ। এদিকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রাও। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>