ভইরাল হলেও পাল্টায়নি ভাগ্য, এখনও ফুড ডেলিভারি করেই দিন কাটে ফুটবলার পৌলমীর

ভইরাল হলেও পাল্টায়নি ভাগ্য, এখনও ফুড ডেলিভারি করেই দিন কাটে ফুটবলার পৌলমীর

কলকাতা: সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন তিনি। জাতীয় মহিলা ফুটবল দলে খেলার পরেও তাঁর বঞ্চনার কাহিনি সকলের চোখে জল এনেছিল৷  অভাবের জন্য স্বপ্ন থেকে দূরে চলে যাওয়া পৌলমীকে নিয়ে চর্চা পৌঁছেছিল প্রশাসনিক মহলেও৷ কিন্তু তার পরেও ঘুরল না ভাগ্যের চাকা৷ 

আরও পড়ুন- ‘… তুমি শিরায় উপশিরায়’, কেষ্টর ব্রেকফাস্ট টেবিলে রহস্যময় সঙ্গী কৃপাময়ের স্ট্যাটাস আছে, তিনি কোথায়?

অভাবের তাড়নায় ফুটবল ছেড়ে ডেলিভারি গার্লের কাজ করতেন পৌলমী। তাঁরা কাহিনি ভাইরাল হওয়ার পর তাঁকে নিয়ে বহু পোস্ট, কমেন্ট, ভিডিয়ো হয়েছে। যা তাঁকে রাতারাতি ‘পপুরাল’ করে তোলে। ফোন এসেছিল IFA থেকেও৷ এমনকি রাজ্যের ক্রিড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁকে মাঠে ফেরার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু, এত কিছুর পরেও ‘পার্টটাইম ফুটবলার’ হিসেবেই রয়ে গেলেন পৌলমী!   তাঁর কথায়, এখনও ফুড ডেলিভারি করেই সংসার চালান তিনি। দিনে এক ঘণ্টা প্র্যাকটিসের জন্য সময় দিতে পারেন। পৌলমীর কথায়, ‘শুধু সেলিব্রিটিই হলাম, অভাব মিটল না’৷ তিনি বলেন, ‘‘রাজ্যের ক্রিড়ামন্ত্রী আশ্বাস দিয়েছেন। আর সেই জন্যই বুকের আশাটা এখনও পুরোপুরি নিভে যায়নি।”

আজ, ৮ মার্চ, গোটা বিশ্ব মেতেছে নারী দিবসে। ঘর গোছানো থেকে অফিসের কাজ, মেয়েরা তো সবেতেই পারদর্শী। কিন্তু পৌলমী অধিকারী জাতীয় মহিলা ফুটবল দলে খেলেও সংসার চালাতে সব ইচ্ছেকে বিসর্জন দিয়েছিলেন৷ তাঁর কাহিনি ভাইরাল হওয়ার পরেই বেশ শোরগোল বেঁধেছিল। বিভিন্ন মহল থেকে তাঁকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু, আদৌ কি বদলেছে পৌলমীর জীবন? খোঁজ নিয়ে জানা গেল, এখনও ফুড ডেলিভারি করেই সংসার চালাচ্ছেন তরুণ ফুবলার। রাজ্যের মন্ত্রীর আশ্বাসেই আশায় দিন কাটছে তাঁর৷