এবার বিদেশের পুজোও পাবে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’, কবে-কী ভাবে করতে হবে আবেদন?

এবার বিদেশের পুজোও পাবে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’, কবে-কী ভাবে করতে হবে আবেদন?

কলকাতা:  ফি বছর নবান্নের তরফে কলকাতা ও জেলার দুর্গাপুজোগুলিকে শারদ সম্মান দেওয়া হয়ে থাকে। এবার বিদেশের পুজোও পাবে শারদ সম্মান ২০২৩৷ শনিবার সাংবাদিক বৈঠক করে তেমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। অফলাইন ও অনলাইন, দুটি ভাবেই ফর্ম সংগ্রহ করা যাবে৷ আগামী ১৪ তারিখ পর্যন্ত ফর্ম পাওয়া যাবে। অফলাইনে কোথায় কোথায় ফর্ম পাওয়া যাবে, অনলাইনেই বা কোন সাইটে আবেদন করা যাবে, সব কিছুই জানিয়ে দিয়েছেন মন্ত্রী।

২০১৩ সাল থেকেই শুরু হয়েছে ‘বিশ্ববাংলা শারদ সম্মান’৷ এর মাধ্যমে শহর কলকাতা ও জেলার সেরা পুজোগুলিকে সম্মানিত করে রাজ্য সরকার। এবার সেই তালিকায় জুড়ল বিদেশের পুজো৷ বিদেশের সেরা পুজোগুলিকেও এবার ‘বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩’ পুরস্কারে সম্মানিত করা হবে। একাধিক বিভাগে বেছে নেওয়া হবে সেরা পুজোগুলিকে। যেমন- সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা সাবেকি, সেরা ভাবনা, সেরা সমাজচেতনার পুজো, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা। কলকাতা, দক্ষিণ দমদম পুরসভা, বিধাননগর ও বরানগর পুরসভার পুজোগুলিও এই বিভাগের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বলে জানানো হয়েছে৷ 

রাজ্যের ২২ জেলার বিখ্যাত পুজোগুলির জন্য রয়েছে সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা সমাজচেতনা বিভাগে পুরস্কার। ভিন রাজ্য ও বিদেশের পুজোগুলিও বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩- প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে। তাদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে হবে- www.egiyebangla.gov.in/www/wb.gov.in/https:/bbss.gov.in -এই ওয়েবসাইটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *