কলকাতা: উপাচার্য হয়ে আসা ইস্তক একের পর এক বিতর্কে জড়িয়েছেন তিনি৷ যার শেষ সংযোজন ছিল ফলক বিতর্ক৷ সেই বিতর্কের মাঝেই ৮ নভেম্বর শেষ হয়েছে কার্যকালের মেয়াদ৷ বিশ্বভারতীর উপাচার্য পদে বিদ্যুৎ চক্রবর্তী আর নেই। তিনি উপাচার্য পদে থাকাকালীন তাঁর একাধিক সিদ্ধান্তকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহ তৈরি হয়েছিল৷ বিশ্ববিদ্যালয়ের অন্দরেও কম অশান্তি হয়নি৷ বিশ্বভারতীর উপাচার্য পদে তাঁর মেয়াদ ফুরতেই একগুচ্ছ মামলায় বিদ্যুৎ চক্রবর্তীকে থানায় তলব করল পুলিশ। সূত্রের খবর, বিভিন্ন ঘটনায় বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় মোট পাঁচটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার এই বিষয়েই বিদ্যুৎকে থানায় তলব করা হয়৷
কার্যকালের মেয়াদ শেষ হয়ে গেলেও, এখনও সরকারি বাসভবন ছাড়াননি বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য। বৃহস্পতিবার সেখানে গিয়েই বিদ্যুৎকে নোটিশ দিয়ে এসেছেন শান্তিনিকেতন থানার পুলিশের একটি টিম৷ তিনি সেই তলবে সাড়া দেন কিনা, সেটাই দেখার৷